ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আপনার কনটেন্ট তৈরির পদ্ধতিই বদলে দেবে এই দারুণ ৫টি ChatGPT প্রম্পট!

প্রকাশিত: ১৩:৪২, ১৮ মে ২০২৫

আপনার কনটেন্ট তৈরির পদ্ধতিই বদলে দেবে এই দারুণ ৫টি ChatGPT প্রম্পট!

আপনার কনটেন্ট স্ট্র্যাটেজিতে ঘাটতি আছে। আপনি পরিকল্পনা ছাড়া পোস্ট করছেন। একই বিষয় বারবার তৈরি করছেন। পুরোনো সফল কনটেন্ট থাকতেও নতুন করে সব শুরু করছেন। কোনো কাঠামো ছাড়া ছুটে চলেছেন এটাই প্রতিদিন প্রতিষ্ঠাতারা সবচেয়ে বেশি সময় নষ্ট করছেন যেটাতে। শুধু আপনিই নন, অনেকেই এই ফাঁদে পড়েন।

তবে কী হতো যদি এক্সট্রা পরিশ্রম না করেও আপনার কাজের ফল দশগুণ বেশি হতো?

সেরা উদ্যোক্তারা জানেন, প্রতিটি কনটেন্টই হতে হবে একটি বৃহত্তর ব্যবস্থার অংশ। ছড়ানো-ছিটানো পোস্ট নয়, বিচ্ছিন্ন কিছু নয়। এই কৌশলগুলো অনুসরণ করলে আপনিও তৈরি করতে পারবেন আপনার নিজস্ব ‘কনটেন্ট মেশিন’। ChatGPT-তে নিচের প্রম্পটগুলো ব্যবহার করুন, [square brackets]-এর মধ্যে নিজের তথ্য বসিয়ে নিন, আর একই চ্যাট উইন্ডোতেই কাজ চালিয়ে যান যাতে প্রসঙ্গ হারিয়ে না যায়।

১. আপনার সফল কনটেন্ট বিশ্লেষণ করুন
যে কনটেন্টগুলো মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে, ইমেইলে রেসপন্স আনে, বা ভাইরাল হয় তাতে নির্দিষ্ট কিছু প্যাটার্ন থাকে। সেগুলো বোঝা মানে ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি খুঁজে পাওয়া।

Prompt:
"Analyze the performance patterns in my content. I'll share my top 5 performing [posts/emails/videos] from the past [time period]. For each one, identify what made it successful including: tone, structure, topics, hooks, and calls to action. Then create a detailed template I can follow to replicate this success. Here are the examples: [paste examples]."

২. আপনার কনটেন্ট তৈরির একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তুলুন
ঘণ্টার পর ঘণ্টা কনটেন্ট আইডিয়া নিয়ে ভাবার সময় শেষ। একটি কার্যকর ও পুনরাবৃত্তিযোগ্য সিস্টেম আপনার শ্রমকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে।

Prompt:
"I need a content system that works while I'm busy running my business. First, ask me about the biggest challenges my audience of [describe audience] faces. Then, for each challenge, suggest 3 unique angles that no one else is talking about. For each angle, outline 2-3 key points that show my expertise. Create a simple template I can fill in during a 15-minute ChatGPT session that will produce a week's worth of content."

৩. খসড়াকে চূড়ান্ত ও উচ্চমানের কনটেন্টে রূপ দিন
ভালো আইডিয়াও ব্যর্থ হতে পারে যদি স্ট্রাকচার ও রিদম ঠিক না হয়। দুর্বল হুক দুর্দান্ত চিন্তাকেও ধ্বংস করে দেয়। তাই সম্পাদনার জাদুটা কাজে লাগান।

Prompt:
"Review this draft and transform it into high-performing content. First, strengthen the hook to grab attention instantly. Then, change up the sentences. Create rhythm. Cut any fluff. Make every word earn its place. Remove vague statements and replace them with specific, credible points. End with a stronger call to action. Here's my draft: [paste your content]."

৪. একই কনটেন্টকে নানা প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য করে তুলুন
প্রত্যেক প্ল্যাটফর্মের জন্য আলাদা কনটেন্ট বানাতে গেলে সময় ও এনার্জি শেষ হয়ে যায়। বরং একটি মূল বার্তাকে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করুন।

Prompt:
"Adapt my [original content type] for multiple platforms while maintaining its core message. First, identify the key point and supporting ideas. Then format it as: 1) A LinkedIn post with a strong hook and clear formatting, 2) A Twitter thread with 5-7 tweets, 3) Instagram carousel slide titles, 4) A YouTube script outline. For each adaptation, adjust the voice, format and call to action to match the platform while keeping the central message. Here's my original content: [paste content]."

৫. সৎ ও কার্যকর ফিডব্যাক পান প্রকাশের আগেই
বন্ধুরা সত্যটা বলেন না, পার্টনাররা সমালোচনায় রেয়াত রাখেন। এমনকি টিম মেম্বাররাও সব কথা বলেন না। কিন্তু বাস্তব ফিডব্যাক না পেলে আপনি ভুল কনটেন্ট নিয়ে সামনে এগিয়ে যাবেন।

Prompt:
"Evaluate my content from the perspective of my harshest critic and most skeptical audience member. Which parts feel generic, predictable or unconvincing? Where am I making claims without enough support? What objections or questions am I not addressing? Which sentences could be cut without losing value? Give me specific recommendations to strengthen this piece before I publish it. Here's my content: [paste selected posts from your recent content]."

অতিরিক্ত প্রম্পট: কথোপকথন থেকেই কনটেন্ট তৈরি করুন
প্রতিটি মিটিং, সাক্ষাৎকার বা ক্লায়েন্ট কথোপকথনে থাকে কনটেন্ট তৈরির অমূল্য উপাদান। সেগুলো একবার ব্যবহার করে ভুলে যাবেন না,রেকর্ড করুন এবং ব্যবহার করুন।

Prompt:
"I recently [had a conversation, did an interview or presentation] about [topic]. Turn the transcript into 10 standalone social media posts that highlight different insights. Each post should have a strong hook (8 words max, hard hitting statement, not a question), one clear takeaway, and feel complete on its own without any additional context. Format each post for maximum readability with short paragraphs and strategic line breaks. No emojis. Here's the transcript: [paste transcript]."

সফল উদ্যোক্তারা কৌশল নিয়ে কাজ করেন, আর গড়পড়তা উদ্যোক্তারা শুধু ট্যাকটিকসের পেছনে ছোটেন। আপনি যদি আপনার কনটেন্টকে বারবার নতুন করে না বানিয়ে, একটা ‘সিস্টেম’ তৈরি করেন তাহলেই আপনি জিতবেন। এই ChatGPT প্রম্পটগুলো সংরক্ষণ করুন, প্রতি সপ্তাহে ব্যবহার করুন, আর দেখুন কীভাবে আপনার কনটেন্ট পৌঁছে যায় আরও বেশি মানুষের কাছে, আরও গভীর প্রভাব ফেলে।

 

 

 

 

সূত্র:https://tinyurl.com/49be8csa

আফরোজা

×