ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ছয় মাস পরে খেলায় ফিরতে পারবে কি সাকিব?

প্রকাশিত: ১৫:৫২, ১৮ মে ২০২৫

ছয় মাস পরে খেলায় ফিরতে পারবে কি সাকিব?

ছবিঃ ইন্টারনেট

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান অবশেষে মাঠে ফিরছেন। ১৬৯ দিন পর, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে আজ (রবিবার) পেশোয়ার জালমির বিপক্ষে তার খেলার সম্ভাবনা উজ্জ্বল।

গত বছরের ৩০ নভেম্বর আবুধাবি টি-টেন লিগে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গিয়েছিল সাকিবকে। এরপর থেকে তিনি খেলার বাইরে ছিলেন। এই লম্বা বিরতির পর মাঠে নামার জন্য সাকিব অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাতে এসে নিজ উদ্যোগে অনুশীলন করে নিজেকে প্রস্তুত রেখেছেন। এর মাঝে ইংলিশ কাউন্টি খেলে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার কারণে নতুন সংকটে পড়েন। তবে, তিন দফা পরীক্ষার পর বোলিংয়ের অনুমতি পাওয়ায় তিনি এখন খেলার জন্য প্রস্তুত।

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পিএসএল স্থগিত হওয়ার পর পুনরায় শুরু হলে, বিদেশি ক্রিকেটারের বিকল্প হিসেবে লাহোর কালান্দার্স সাকিবকে দলে নেয়। আজ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোর-পেশোয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই দেখা যাবে বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানকে। উল্লেখ্য, জাতীয় দলের হয়ে সাকিব সর্বশেষ মাঠে নেমেছিলেন গত বছর অক্টোবরে কানপুর টেস্টে।

সাব্বির

×