ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট কি ধরে রাখতে পারবে বাংলাদেশ!

সুমাইয়া নৌমি, ঢাকা, বাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ১৮ মে ২০২৫

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট কি ধরে রাখতে পারবে বাংলাদেশ!

ছবি: জনকন্ঠ

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় নিয়ে ফিরতে পারেনি লাল সবুজের দল। দুই - দুই গোলে ম্যাচটি সমতা রেখেই শেষ হয়েছিল। ভুল শুধরে পরের ম্যাচেইঘুরে দাঁড়ালো এক অন্য রকম বাংলাদেশ। - গোলে উড়ন্ত জয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ফুটবল দল। প্রথমার্ধের দাপুটে পারফরম্যান্স দ্বিতীয়ার্ধে ধরে রাখতে না পারলেও জয় ধরে রেখেই খেলা শেষ করেছিল বাংলাদেশ। ফলে রেফারির শেষ বাঁশিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে গিয়েছে বাংলাদেশ।

সাফ অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ ফুটবল দল। গত টুর্নামেন্টে ফাইনালে নেপালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। সেমিতে সেই নেপালকে রুখে দিয়েই শিরোপা ধরে রাখার মিশনে আর মাত্র এক ধাপ দূরে লাল সবুজের দল। নেপালকে - গোলে হারিয়ে ফাইনালে উঠেছে যুবা দল।

তবে ফাইনালের প্রতিপক্ষ বেশ শক্তিশালী ভারত। যারা এই টুর্নামেন্টের স্বাগতিক দল। তাই গোল্ডেন জুবিলি স্টেডিয়াম থেকে দর্শকদের পুরো সমর্থন পাবে ভারত। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। ভারতের থেকে জয় ছিনিয়ে আনা যে সহজ হবে না তা মানছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার জালে গোল, নেপালের জালে গোল আর মালদ্বীপের জালে গোল দিয়েই ফাইনালে পৌঁছেছে ভারত। যার মধ্যে নিজেদের জালে জড়ায়নি কোনো বল।

তবে পরিস্থিতি যাই হোক খালি হাতে ফিরতে চায় না বাংলাদেশ। জয় নিয়ে আশাবাদী বাংলাদেশ যুবা দলের কোচ অধিনায়ক। জানিয়েছে তারা শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত আত্মবিশ্বাসী।

যদিও বাংলাদেশ দলে থাকা আলোচিত প্রবাসী দুই ফুটবলার আব্দুল কাদের ফারজাদ আফতাবকে এখনো যথাযোগ্য ভাবে ব্যবহার করতে পারেনি বাংলাদেশ। ফাইনালে এই দুই তরুন প্রতিভা দলের জন্য প্লাস পয়েন্ট হয়ে থাকবে।

মাঠে তার  ব্যবহার দেখাতে পারলেই শিরোপা ধরে রেখে দক্ষিন এশিয়া জয়ের সম্মান নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ যুব ফুটবল দল।

মুমু

×