
ছবি : জনকণ্ঠ
নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর রাজিব হোসেন জয় (৩৪) হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি আয়াত (২৮)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত অন্য আসামি হলো আয়াতের ছোট ভাই সিফাত (২৩)।
রবিবার বিকেলে র্যাব-১১-এর সিপিএসসি'র কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সোহেল আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শনিবার ফতুল্লা থানাধীন ফতুল্লা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই ভাই বন্দরের ছোটবাগ এলাকার মোস্তফার ছেলে।
র্যাব জানায়, একই এলাকার আয়াত, সিফাত, মিরাজ, মেহেদী ও জীবনসহ অন্যান্য বিবাদীদের সঙ্গে ভিকটিম রাজিবের সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও শত্রুতা ছিল।
ঘটনার দিন, ২০২৪ সালের ৯ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ভিকটিম মোঃ রাজিব হোসেন জয় রিকশাযোগে বন্দর থানাধীন ছোটবাগ সাকিনস্থ জনৈক হযরত আলীর বসতবাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছায়। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সকল বিবাদী তাদের পূর্ব-পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের গতিরোধ করে।
তারা রিকশা থেকে জোরপূর্বক রাজিবকে নামিয়ে একে অপরের সহায়তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ হত্যার ঘটনায় নিহত ভিকটিম রাজিব হোসেন জয়ের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সা/ই