ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আফতাবনগরে গ্যাস লিকেজে আগুন; দগ্ধ ৪ বছরের শিশুর মৃত্যু, পরিবারে আরও ৪ জন আশঙ্কাজনক

প্রকাশিত: ২২:৩২, ১৮ মে ২০২৫; আপডেট: ২২:৩৩, ১৮ মে ২০২৫

আফতাবনগরে গ্যাস লিকেজে আগুন; দগ্ধ ৪ বছরের শিশুর মৃত্যু, পরিবারে আরও ৪ জন আশঙ্কাজনক

ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগর এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় ৪ বছরের শিশু তানজিলা মারা গেছে।

আজ রোববার বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শিশুটির শরীরের ৬৬ শতাংশ দগ্ধ হয়েছিল। সাথে শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল তাকে। সেখানেই শিশুটি মারা গেছে।

তিনি জানান, এই ঘটনা একই পরিবারের আরও ৪ জন ভর্তি রয়েছে। তাদের শরীরে ৩০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায়ই আশঙ্কাজনক।

এরআগে, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে আফতাবনগরে দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি তিন তলা বাসার নিচ তলায় এক বিস্ফোরণের ঘটনা ঘটে। তানজিলাসহ দগ্ধ হন তার বাবা তোফাজ্জল (৩২), মা মানসুরা (২৪), দুই বোন তানিশা (১১) ও মিথিলা (৮)।

তোফাজ্জলের মেয়ের জামাই মো. রিপন জানান, ওই বাসাটির পাশে একটি ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে খুঁড়াখুঁড়ি কাজের সময় গ্যাস লাইনের লিকেজ হয়। সেখান থেকে গ্যাস বের হতে থাকে। ঘটনার সেদিন সকালে বিষয়টি বাড়িওয়ালাকে জানান হয়। তবে তিনি কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীতে সেদিন রাতে যখন বাসায় মশার কয়েল জ্বালাচ্ছিলেন, তখনই বিস্ফোরণ হয়। এতে পরিবারটির ৫ জন দগ্ধ হয়। 

তোফাজ্জল পেশায় একজন দিনমজুর। ৪ কন্যা সন্তানের জনক তিনি। ঘটনাটিতে স্বামী-স্ত্রীসহ তার ছোট ৩ মেয়েই দগ্ধ হয়েছে। স্বামীর বাড়িতে থাকায় ভাগ্যক্রমে আগুনের হাত থেকে বেঁচে গেছেন বড় মেয়ে।

আসিফ

×