ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সান্ডা খাওয়া কি হারাম? জানালেন শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ১২:০২, ১৮ মে ২০২৫

সান্ডা খাওয়া কি হারাম? জানালেন শায়খ আহমাদুল্লাহ

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন প্রবাসী বাংলাদেশি সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন। এর ফলে প্রশ্ন উঠেছে, সান্ডা খাওয়া জায়েজ কি না।

সান্ডা সাধারণত মরুভূমিতে বাস করে এবং এটি সরিসৃপ প্রজাতির একটি প্রাণী। দেখতে গুই সাপের মতোই অনেকটা। কোরআন ও হাদিসে এটাকে 'দব' বলা হয়। এখনো আরব দেশগুলোতে এটিকে 'দব' নামেই ডাকা হয়।

শায়খ আহমাদুলালাহ জানালেন, সান্ডা খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায়। এই তিন ধরনের হাদিসই বিশুদ্ধ। তার মধ্যে এক হাদিসে নিষেধাজ্ঞা স্পষ্ট প্রমাণিত হয়েছে। আরেক হাদিসে রান্না করার পর সান্ডা ফেলে দেয়ার নির্দেশনা আছে। তৃতীয় হাদিসে নবীজির সামনে সাহাবায়ে কেরামের খাওয়ার বর্ণনা রয়েছে।

নিষেধাজ্ঞার হাদিসটি আবু দাউদে বর্ণিত, যিনি আব্দুর রহমান ইবনে শিবিল থেকে নেন। সেখানে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকবানার গোসত খাওয়া নিষেধ করেছেন। এটি পরিষ্কার নিষেধাজ্ঞা।

অন্যদিকে, মুসনাদে আহমদে বর্ণিত একটি হাদিসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম কয়েকটি জায়গায় প্রচুর পরিমাণে দব দেখতে পান। তারা সেগুলো ধরে রান্না করেন। কিন্তু পরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বন ইসরাইলের একটি বিশেষ প্রাণী উল্লেখ করে যা আকৃতিতে বিকৃত, শাস্তি স্বরূপ। তিনি তা ফেলে দিতে নির্দেশ দেন। সাহাবায়ে কেরাম তা ফেলে দেন এবং পরবর্তীতে আর খাননি।

আরেকটি হাদিসে, যা সহি মুসলিমে বর্ণিত এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে পাওয়া গেছে, সেখানে দেখা যায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খাবার খাচ্ছিলেন। খাবারে বিভিন্ন আইটেম ছিল, যার মধ্যে ছিল দবও। সাহাবারা তা খান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাননি, পরিহার করেছেন।

তৃতীয় হাদিস থেকে অনুমোদন বোঝা যায়।

এসব হাদিস বিশুদ্ধ এবং এগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বা বেশিরভাগ ইমামগণ দব খাওয়া জায়েজ বলে মন্তব্য করেছেন। হানাফী মাজহাবের অধিকাংশ ওলামা এটিকে মাকরুহ, অর্থাৎ অপছন্দনীয় বলেছেন। তবে মাকরুহ বলার ক্ষেত্রে অনেক ওলামা মাকরুহ তাহরিমও বলেছেন। আবার কেউ কেউ তানজিই বলেও উল্লেখ করেছেন। হানাফী ওলামাদের মধ্যে মতভেদ থাকলেও, বেশিরভাগ ওলামা দব খাওয়াকে জায়েজ বলে মন্তব্য করেছেন।

তবে কারো রুচিতে বাধা থাকলে তিনি না খেতেই পারেন, যা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

 

 

সূত্র: https://tinyurl.com/mjh7eukz

 

আফরোজা

×