
সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ জন বাংলাদেশি হাজী। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত দেশে ফেরা হাজীদের মধ্যে বেশিরভাগই শারীরিকভাবে সুস্থ রয়েছেন, তবে হজকালীন সময়ে বিভিন্ন শারীরিক জটিলতায় মৃত্যু হয়েছে ৪২ জন হাজীর।
চলতি বছরে বাংলাদেশ থেকে প্রায় ৮৩ হাজার মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। তাদের মধ্যে অধিকাংশই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। হজ পালনের শুরু থেকে শেষ পর্যন্ত সরকার ও হজ অফিসের কর্মকর্তারা হাজীদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সেল জানিয়েছে, হাজীদের স্বাস্থ্যসেবা, পরিবহণ, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ মিশন সর্বোচ্চ চেষ্টা করেছে। তীব্র গরম, ভিড় ও দীর্ঘ সময় হাঁটার কারণে অনেক প্রবীণ হাজী স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। মৃত্যু হওয়া ৪২ জনের মধ্যে বেশিরভাগই বয়সজনিত কারণে বিভিন্ন শারীরিক জটিলতায় মারা গেছেন।
এদিকে, ইতোমধ্যেই কয়েকটি ফ্লাইটে হাজীরা দেশে ফিরেছেন এবং আগামী এক সপ্তাহজুড়ে আরও ফ্লাইটে হাজীদের দেশে ফেরার কথা রয়েছে। হজ অফিস জানিয়েছে, ফেরত আসা প্রতিটি হাজীকে বিমানবন্দরে প্রয়োজনীয় সহায়তা ও মেডিকেল সেবা দেওয়া হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর ভবিষ্যতের হজ পরিকল্পনায় বয়স ও স্বাস্থ্যগত বিবেচনায় অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আগ্রহীদের হজে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে।
হ্যাপী