
ছবি: প্রতীকী
ইসলামের পবিত্র চার মাসের অন্যতম মহররম মাস ও তার দশম দিন আশুরা শুধু ইতিহাসের একটি স্মৃতিচিহ্ন নয়, এটি সত্য, ন্যায় ও আত্মত্যাগের চিরন্তন প্রতীক। হিজরি বর্ষপঞ্জিকার ৬১ হিজরি সালের মহররমের ১০ তারিখে কারবালার মরুভূমিতে ঘটে যাওয়া ঘটনাটি মুসলিম বিশ্বের হৃদয়ে এক অবিচ্ছেদ্য অধ্যায় হিসেবে গেঁথে আছে।
রাসুলুল্লাহ (সা.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছিলেন। ইয়াজিদের সেনারা ফোরাত নদীর পানি অবরোধ করে, তাদের প্রতি অমানবিক নিষ্ঠুরতা চালায়। শিশু আলী আসগর (রা.) থেকে শুরু করে বৃদ্ধ আত্মীয়স্বজন পর্যন্ত একের পর এক শহীদ হন। ইমাম হোসাইনের নিজের শিরশ্ছেদের দৃশ্য মানব ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্তগুলোর একটি। কারবালার এই ইতিহাস শুধু শোকের নয়, বরং ন্যায়ের পক্ষে অবিচল থাকার শিক্ষা ও আদর্শের পথ প্রদর্শক।
বাংলাদেশেও মহররম মাস ও আশুরাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে পালিত হয়। দেশজুড়ে ইসলামিক ফিকহ বোর্ড ও জাতীয় চাঁদ দেখা কমিটির তত্ত্বাবধানে মহররম মাসের শুরু চাঁদ দেখা সাপেক্ষে ঘোষণা করা হয়। ২০২৫ সালের পবিত্র মহররম মাস শুরু হয়েছে ২৭ জুন থেকে এবং আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই, রোববার।
ঢাকার পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসেনি দালানে মহররমের শোকমজলিস, ওয়াজ, মজলিস ও ধর্মীয় আলোচনার আয়োজন হয়। ১০ মহররম সকালে বের হয় তাজিয়া মিছিল, যা কারবালার শহীদদের স্মরণে এক অমলিন শোকযাত্রা। ‘হায় হোসাইন!’, ‘হায় আলী আসগর!’—এই ধ্বনিতে সারা শহর ভরে ওঠে। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, খুলনা, যশোর, বগুড়া, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে আশুরার মাহেন্দ্রক্ষণ নানা শোকানুষ্ঠান এবং সামাজিক ঐক্যের প্রতীক হয়ে থাকে।
আশুরার দিনে রোজা রাখা নবীজির সুন্নত, যা ইব্রাহিম (আ.) ও মুসা (আ.) এর অতীতের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে। পাশাপাশি বাংলাদেশে গ্রামীণ ও শহুরে সমাজে আশুরার দিনে ‘হালুয়া-রুটি’ বা ‘তাবারুক’ রান্না করে দরিদ্র ও প্রতিবেশীদের মাঝে বিতরণ করা হয়। এটি শুধু শোক নয়, মানবিক সৌহার্দ্যের পরিচায়ক।
বিশ্বজুড়ে যেমন ইরান, ইরাক, ভারত ও লেবাননে বিশাল শোক মিছিল ও নাট্যরূপের আয়োজন হয়, বাংলাদেশও সেই ঐতিহ্য ও চেতনা ধরে রেখেছে। কারবালার এই মর্মান্তিক ঘটনা আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করতে না হবে, সাহস ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সর্বস্ব উৎসর্গ করতে হবে।
শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামকে অটুট রাখতে ইমাম হোসাইনের আত্মত্যাগ মানবতার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাই আশুরা ও মহররম মাস শুধু শোকের নয়, দেশের মুসলমানদের হৃদয়ে প্রতিজ্ঞার মাস—অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার, মানবতার পক্ষে অবিচল থাকার।
রাকিব