ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

এই ৬টি গুন থাকলেই বুঝবেন আপনি জান্নাতি: শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ২০:০৬, ১ জুলাই ২০২৫

এই ৬টি গুন থাকলেই বুঝবেন আপনি জান্নাতি: শায়খ আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত।

আল্লাহর পক্ষ থেকে এমন এক গোষ্ঠীর জন্য সুসংবাদ রয়েছে, যাদের মাঝে থাকবে ছয়টি মহৎ গুণ। আল্লাহ তা'আলা এদের জন্য ঘোষণা করেছেন মাগফিরাত ও জান্নাতের প্রতিদান। যেসব মানুষ এই গুণাবলি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবে, কিয়ামতের ভয়াবহ দিনে তাদের জন্য নিশ্চিত হবে আল্লাহর ক্ষমা এবং সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার—জান্নাত।

প্রখ্যাত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ এক বয়ানে উল্লেখ করেন, “এই ছয়টি গুণ যাদের মধ্যে থাকবে, তারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাত লাভের যোগ্য হবেন, যদি তারা আন্তরিকভাবে সেগুলো পালন করেন।” গুণ গুলো হলো—

১. সব অবস্থায় দান করা: দারিদ্র্য হোক কিংবা সম্পদশালী অবস্থায়, একজন মুমিন তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে।

২. রাগ নিয়ন্ত্রণ করা: রাগান্বিত অবস্থায়ও নিজেকে সংবরণ করতে পারা একজন বিশ্বাসীর মহান গুণ।

৩. ক্ষমা করতে পারা: যারা অন্যের ভুল মাফ করে দিতে জানে, আল্লাহও তাদের ওপর দয়া করেন।

৪. পরোপকার করা: শুধু নিজের জন্য নয়, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা।

৫. পাপ করার সাথে সাথেই তাওবা করা: পাপের পর অনুতপ্ত হয়ে তাৎক্ষণিক আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।

৬. সেই পাপ আর না করা:  তাওবার পর পুনরায় একই পাপে জড়িয়ে না পড়া।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “এই গুণগুলো কেবল আখিরাতেই নয়, দুনিয়ার জীবনকেও শান্তিময় করে তোলে। একজন মানুষ যদি আন্তরিকতা, ধৈর্য ও নিরলস সাধনার মাধ্যমে এই গুণাবলি নিজের মধ্যে ধারণ করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য মাগফিরাত ও জান্নাত নিশ্চিত।”

সায়মা ইসলাম

×