
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এক অদ্ভুত ও রসিকতাপূর্ণ ট্রেন্ড ঘুরে বেড়াচ্ছে— ‘সান্ডা’। মরুভূমির এই প্রাণী এখন যেন বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। কফিলের ছেলে আর সান্ডা—এই দুটি শব্দে যেন ভরে উঠেছে হোমপেজ ও রিলস।
মূলত মধ্যপ্রাচ্যে কর্মরত কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকে এই ট্রেন্ডের সূচনা। সৌদি আরবে বাস করা এমনই এক ব্লগার আব্দুল মান্নান, যিনি পেশায় উট ও ছাগল চারণ করেন, তার ভিডিওতে প্রায়ই দেখা যায় এক ধরনের কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি—যাকে স্থানীয়ভাবে ‘সান্ডা’ বলা হয়।
সান্ডা কী?
বিজ্ঞানের ভাষায় এই প্রাণীটির নাম Spiny-tailed Lizard, বা Uromastyx। এটি Agamidae গোত্রের অন্তর্ভুক্ত একটি মরুভূমির লিজার্ড প্রজাতি, যাদের কয়েকটি উপপ্রজাতি রয়েছে। আরবি ভাষায় একে বলা হয় ‘Dabb’।
কফিলের ছেলে আর সান্ডার বিরিয়ানি?
ফেসবুকজুড়ে চলছে হাস্যরস—‘কপিলের ছোট ছেলে নাকি সান্ডার বিরিয়ানি খেতে খুব ভালোবাসে!’ এই কাল্পনিক চরিত্র নিয়ে তৈরি হচ্ছে মিম, কার্টুন, এমনকি রাজনৈতিক ব্যঙ্গও।
ইসলামে সান্ডা খাওয়া কি হালাল?
সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড ধর্মীয় প্রশ্নও সামনে এনেছে—ইসলামে সান্ডা খাওয়া জায়েয কি না?
হাদীস অনুযায়ী, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, একবার তিনি ও খালিদ ইবনে ওয়ালিদ (রা.), রাসূল (সা.)-এর সঙ্গে হযরত মাইমুনা (রা.)-এর বাড়িতে যান। তখন খাবার হিসেবে আনা হয় সান্ডা। রাসূল (সা.) প্রথমে হাত বাড়ালেও পরে জানতে পেরে যে এটি দব, তিনি আর খাননি।
তবে তিনি স্পষ্ট করে বলেননি যে এটি হারাম। বরং বলেন, যেহেতু তাঁর এলাকায় এ ধরনের প্রাণী প্রচলিত ছিল না, তাই তিনি অভ্যস্ত ছিলেন না এবং খাননি। কিন্তু খালিদ (রা.) নবীজি (সা.)-এর সামনে তা খেয়েছেন।
ফিকহ অনুযায়ী মতভেদ
ইসলামী আইনবিদদের মধ্যে সান্ডা খাওয়া নিয়ে মতভেদ আছে।
হানাফি মাজহাব অনুযায়ী, সান্ডা খাওয়া হারাম, কারণ তারা একে ‘অরুচিকর’ বা ‘নাপাক’ প্রাণীর অন্তর্ভুক্ত মনে করেন।
অন্য মাজহাবগুলোতে এটি মাকরুহ বা বৈধ বিবেচিত হলেও তা নির্ভর করে স্থানীয় অভ্যাস ও সংস্কৃতির ওপর।
সান্ডা এখন আর শুধু মরুভূমির প্রাণী নয়—এটি হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার ‘মিম সেন্সেশন’। কফিলের ছেলে, বিরিয়ানি আর সান্ডা ঘিরে এই মুহূর্তে বাংলাদেশের অনলাইন জগতে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে—যেখানে হাস্যরস, ধর্ম এবং সংস্কৃতি সব মিলেমিশে এক বিচিত্র পরিবেশ তৈরি করেছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=CZihQwLi55A
রাকিব