ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

থাইল্যান্ডে পালাচ্ছিলেন পর্দার ’শেখ হাসিনা’, বিমানবন্দরে আটক

প্রকাশিত: ১৫:৩৫, ১৮ মে ২০২৫; আপডেট: ১৬:২৯, ১৮ মে ২০২৫

থাইল্যান্ডে পালাচ্ছিলেন পর্দার ’শেখ হাসিনা’, বিমানবন্দরে আটক

ছবি :সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এবার পর্দার শেখ হাসিনাও পালিয়ে যাচ্ছিলেন। নুসরাত ফারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ড। 

ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরে তাকে আটক করা হয়।

জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "নুসরাত ফারিয়াকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। এ ব্যাপারে কাজ চলমান রয়েছে।"

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে। মামলাটি দায়ের করেছিলেন আন্দোলনের সঙ্গে যুক্ত এনামুল হক নামের এক ব্যক্তি।

মামলায় অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ২৮৩ জন কর্মকর্তা-কর্মচারী ও অজ্ঞাতনামা আরও কয়েকশ’ জনের সঙ্গে নুসরাত ফারিয়াও অভিযুক্ত। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে অভিযুক্তরা অর্থ ও সহায়তা দিয়েছেন। এ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হলে বাদী এনামুল হক গুলিবিদ্ধ হয়ে অজ্ঞান হয়ে যান।

মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সরাসরি গুলি ছোড়ার অভিযোগ নেই। তবে তাকে অভিযুক্ত করা হয়েছে "অর্থযোগানদাতা" হিসেবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শুধুমাত্র মামলার ভিত্তিতে তাকে এখনই গ্রেফতার দেখানো হচ্ছে না। তবে তদন্তের অংশ হিসেবে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হবে।

 

সা/ই

×