ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাবান্ধা স্থলবন্দরে আটকে গেল প্লাস্টিক পণ্যবোঝাই ট্রাক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় 

প্রকাশিত: ২৩:১৬, ১৮ মে ২০২৫; আপডেট: ০০:১৮, ১৯ মে ২০২৫

বাংলাবান্ধা স্থলবন্দরে আটকে গেল প্লাস্টিক পণ্যবোঝাই ট্রাক

ছবি: সংগৃহীত

স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এমন পরিস্থিতিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আটকে গেছে ভারতে রপ্তানির উদ্দেশ্যে যাওয়া একটি প্লাস্টিক পণ্যের ট্রাক।

বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতে রপ্তানির জন্য আনা প্রাণ-আরএফএল গ্রুপের প্লাস্টিক পণ্যবোঝাই ট্রাকটিতে প্রায় ৫ লাখ ৪৭ হাজার টাকার পিভিসি দরজা ছিল।

রবিবার বিকেলে ট্রাকটি ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। তবে বন্দরে ভুটান থেকে পাথর আমদানি এবং ভারত ও নেপালে অন্যান্য পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে।

স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মো. সুমন আল মামুন বলেন, ‘ভারতে রপ্তানির জন্য আমাদের মাধ্যমে গতকাল সন্ধ্যায় এক ট্রাক আরএফএল পিভিসি ডোর বন্দরে এসেছিল। আজ এসব পণ্য ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওপারে আমদানি নিষেধাজ্ঞার কারণে ক্লিয়ারেন্স পাওয়া যায়নি।’

বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক ও ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আজ বেলা তিনটা পর্যন্ত ভুটান থেকে বন্দরে ১৮৭ ট্রাক পাথর আমদানি হয়েছে। আর ১০ ট্রাক কটন র‍্যাগস (ঝুট) এবং ৯ ট্রাক পলিস্টার পেট গ্রানিউলস (প্লাস্টিক দানা) ভারতে রপ্তানি হয়েছে। পাশাপাশি ১৮ ট্রাক আলু, ১৪ ট্রাক পাট, ৪ ট্রাক কোমল পানীয় ও একটি ট্রাকে বৈদ্যুতিক পাখা নেপালে রপ্তানি হয়েছে।

শহীদ

×