ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

দুবাই থেকে উট এনে এবার কোরবানি দিবেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত!

প্রকাশিত: ০১:৪৫, ১৯ মে ২০২৫

দুবাই থেকে উট এনে এবার কোরবানি দিবেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত!

ছবি: সংগৃহীত

নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা আর অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার।

সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানি দিতে তিনি দুবাই থেকে উট আনাতে পারেন।

একজন সংবাদকর্মীর ‘এবার কোরবানিতে কী দিয়ে কোরবানি দিবেন’ এমন প্রশ্ন মিষ্টি জান্নাত বলেন, ‘দেখা যাক।’ ‘দুবাই থেকে উট কিংবা দুম্বা আসবে কিনা’ প্রশ্নের জবাবে তিনি জানান, দুম্বা না, উট আসবে।

এছাড়া, সবাইকে অগ্রিম ‘ঈদ মোবারক’ জানান এই অভিনেত্রী।

 

সূত্র: https://www.facebook.com/share/r/15RWxJnQd9/

রাকিব

×