ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রামুতে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ পথচারী 

মোঃসাইদুজ্জামান সাঈদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রামু,কক্সবাজার 

প্রকাশিত: ০১:৫০, ১৯ মে ২০২৫

রামুতে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ পথচারী 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু পুরাতন বাইপাস সংলগ্ন ব্রীজ থেকে শুরু করে মেরংলোয়ার এলাকার মহাসড়কের দুপাশে এখন বস্তাভর্তি ময়লা-আবর্জনা। দুর্গন্ধে সড়কের পাশ দিয়ে চলাফেরা করা সম্ভব হচ্ছে না পথচারীদের। 

দিন-রাত এই স্থানে ময়লা আবর্জনা, হাঁস-মুরগির পালক, মৃত গবাদিপশুর চামড়া ফেলার ফলে দূষণ হচ্ছে পরিবেশ। উপজেলা প্রশাসন থেকে ময়লা আবর্জনা ফেলার স্থান নির্ধারিত থাকলেও সেসব তোয়াক্কা না করে সড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলছেন কিছু অসাধু ব্যবসায়ীরা।

দুর্গন্ধে সড়ক দিয়ে পথচারীদের চলাচল করতে বিপাকে পড়তে হচ্ছে। সড়কের উভয় পাশে ফসলি ক্ষেত কিন্তু এসবের দুর্গন্ধে কৃষিকাজ করতে পারছে না শতাধিক কৃষকেরা। স্থানীয় কৃষক নুর কাদের জানান, কিছুদিন আগে কৃষি ক্ষেতে কাজ করতে এসে দুর্গন্ধে বেশকয়েকবার বমি করে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। 

স্থানীয়রা জানায়, রাত-বিরাতে স্থানীয় কমিউনিটি সেন্টার, খাবার হোটেল,গরু-ছাগল মাংস বিক্রেতারা উচ্ছৃষ্ট অংশগুলো সড়কের পাশেই ছড়িয়ে ছিটিয়ে ফেলছে। সচেতন মহল বলছেন, প্রশাসনের তদারকি না থাকায় বাড়ছে পরিবেশ দূষণ। 

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুল ইসলাম বলেন, মহা সড়কের পাশে কারা ময়লা ফেলে সেটা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোভা

×