ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রাশিয়ার ঘোষণায় কাঁপছে ইউক্রেন: হতে পারে ভয়ংকর ইতিহাসের পুনরাবৃত্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ১৮ মে ২০২৫; আপডেট: ১৪:১৬, ১৮ মে ২০২৫

রাশিয়ার ঘোষণায় কাঁপছে ইউক্রেন: হতে পারে ভয়ংকর ইতিহাসের পুনরাবৃত্তি

ছবিঃ সংগৃহীত

ক্রেমলিনের গুরুত্বপূর্ণ মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি সোজা জানিয়ে দিলেন ২১ বছর যুদ্ধ করার মতো সক্ষমতা আছে রাশিয়ার। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মেডিনস্কির এই মন্তব্য শুধুমাত্রই দায়সারা কোনো মন্তব্য নয়। বরং এটা ছিল এক নিখুঁত হুমকি। 

সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু হয়েছিল যুদ্ধ থামানোর উদ্দেশ্যে। কিন্তু মেডিনস্কির কণ্ঠে যুদ্ধ না থেমে বরং আরও দীর্ঘতম হওয়ার সংকেত পাওয়া গেলো। মেডিনস্কি জানান রাশিয়া যুদ্ধ চায় না। কিন্তু যদি যুদ্ধ হয় তবে প্রয়োজন হলে ২১ বছর পর্যন্ত লড়বে রাশিয়া।

কিন্তু তাই নয়, এর আগেও রাশিয়ার ইতিহাসে এক বার হয়েছিল একুশ বছরের টানা যুদ্ধ। সেটা ছিল সুইডেনের সাথে গ্রেট নর্দার্ন যুদ্ধ। ১৭০০ সাল থেকে ১৭২১ পর্যন্ত পিটার দ্যা গ্রেট এর নেতৃত্বে চলা সেই যুদ্ধ রাশিয়াকে ইউরোপের শক্তিধর বানিয়েছিল। আজ পুতিন বহুবার পিটার দ্যা গ্রেট এর সাথে নিজের তুলনা করেছেন। সুতরাং মেডিনস্কির এই মন্তব্যে যেন ইঙ্গিত রয়েছে ইতহাসের পুনরাবৃত্তি ঘটার। 

তুরস্কের ইস্তানবুলে আয়োজিত এই শান্তি আলোচনা চলে ৯০ মিনিটেরও বেশি এবং এই আলোচনার একমাত্র ইতিবাচক দিক ছিল এক হাজার যুদ্ধ বন্দীর বিনিময়ে একটি চুক্তি। অর্থাৎ এক হাজার সেনা আদান প্রদান হবে দুই পক্ষের মধ্যে।

সূত্র: https://www.youtube.com/watch?v=QXFHWhIh8cI

মুমু

×