ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

হত্যার আসামিসহ ১০ বন্দি মার্কিন কারাগার থেকে পালানোর চাঞ্চল্যকর ঘটনা

প্রকাশিত: ১৫:৪৪, ১৮ মে ২০২৫

হত্যার আসামিসহ ১০ বন্দি মার্কিন কারাগার থেকে পালানোর চাঞ্চল্যকর ঘটনা

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে অবস্থিত প্যারিশ জাস্টিস সেন্টার থেকে ১০ জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় কারাগারের কয়েকজন কর্মীর সহায়তার আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, রাত ১টার দিকে ১৯ থেকে ৪২ বছর বয়সী এই ১০ বন্দি কারাগার থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে কয়েকজন হত্যা মামলার আসামিও রয়েছেন।

অরলিন্স প্যারিশ শেরিফ সুজান হাটসন এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা কারাগারের স্লাইডিং দরজা ভাঙার মাধ্যমে পালানোর পথ তৈরি করেছিল। তারা টয়লেট ও বেসিন সরিয়ে দেয়াল ভেঙে বেরিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা একটি লোডিং ডক ব্যবহার করে পালিয়ে যায় এবং দেয়াল টপকে একটি মহাসড়ক পার হয়।

পলাতক ১০ জনের মধ্যে দুই জনকে আগেই আটক করা গেলেও বাকি আটজন এখনও নিখোঁজ রয়েছেন। শেরিফ হাটসন জানান, পালানোর ঘটনায় কারাগারের কিছু কর্মীর সরাসরি সহায়তা ছিল। বিশেষ করে, সার্ভেইল্যান্সের দায়িত্বে থাকা এক কর্মী আসামিদের পালানোর দৃশ্য দেখেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক করেননি।

অপরাধী ধরে ফেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। শেরিফ সবাইকে বাড়তি সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন।

নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যানি কারকপ্যাটরিক বলেন, পুলিশ ২ ঘণ্টা পর বন্দিদের পালানোর খবর পেয়েছে, যা নিয়ে তারা হতাশ। এছাড়া, পলাতক আসামিদের কারণে নিগ্রহের শিকার ব্যক্তিরা ও তাদের পরিবারদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে একটি পরিবারের ওপর প্রতিশোধের আশঙ্কায় তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

 

রাজু

×