
ছবি: সংগৃহীত
প্রযুক্তি যতই এগিয়ে যাচ্ছে, তবে কিছু মানুষ রয়ে গেছেন কয়েক দশক পুরোনো সফটওয়্যার ও যন্ত্রে। এই প্রতিবেদনে উঠে এসেছে অচলপ্রায় উইন্ডোজ কম্পিউটার নির্ভর এক বিচিত্র এবং একগুঁয়ে জগতের চিত্র। চলতি বছরের শুরুতে নিউইয়র্ক সিটির এক চিকিৎসকের কাছে চেকআপে যাওয়ার সময়, লিফটে উঠতে গিয়ে লেখক এক অদ্ভুত দৃশ্য দেখেন। ১৪ তলার দিকে উঠতে থাকা লিফটের পাশে থাকা একটি স্ক্রিনে দেখা যায় উইন্ডোজ XP। একটি অপারেটিং সিস্টেম যা প্রায় এক চতুর্থাংশ শতাব্দী আগে রিলিজ হয়েছিল যা এখনো চলছে।
২০২৫ সালটি মাইক্রোসফটের ৫০তম বার্ষিকী। যদিও লিফটটি বসানোর সময় মাইক্রোসফট হয়তো তাদের শীর্ষ সময় অতিক্রম করছিল না, তবে বর্তমানে প্রতিষ্ঠানটি আবারও শীর্ষে ফিরে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিলিয়ন ডলার বিনিয়োগ করে তারা কম্পিউটিংয়ের ভবিষ্যত গড়ে তুলতে চায়। তবে বিশ্লেষকদের মতে, মাইক্রোসফটের সবচেয়ে স্থায়ী উত্তরাধিকার হলো সেই ছাপ, যা তারা বহু আগেই সমাজে রেখে গেছে।
১৯৭৫ সালে যাত্রা শুরু করা মাইক্রোসফট এখনো এতটাই ডিজিটাল অবকাঠামোর সঙ্গে জড়িয়ে আছে যে বহু প্রতিষ্ঠান পুরনো উইন্ডোজ সফটওয়্যার এবং যন্ত্রের উপর নির্ভরশীল। ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লি ভিনসেল বলেন, “উইন্ডোজই চূড়ান্ত অবকাঠামো। এ কারণেই বিল গেটস এত ধনী। তাদের সিস্টেম প্রায় সব কিছুতেই গেঁথে আছে, এবং এত পুরনো প্রযুক্তির ব্যবহার আজও দেখে যাওয়াটা মাইক্রোসফটের সাফল্যের প্রমাণ।”
এটিএম মেশিন, হাসপাতালের যন্ত্রপাতি, রেলওয়ে সিস্টেম—সবখানেই এখনো ব্যবহৃত হচ্ছে উইন্ডোজ XP কিংবা উইন্ডোজ NT-এর মতো পুরনো অপারেটিং সিস্টেম। নিউ জার্সির এটিএম ফিল্ড টেকনিশিয়ান এলভিস মন্টেইরো জানান, “এগুলো আপগ্রেড করা কঠিন, কারণ হার্ডওয়্যার সামঞ্জস্য, নিয়ন্ত্রক অনুমোদন এবং সফটওয়্যার নতুন করে লেখার খরচ অনেক।”
জার্মানির রেল সংস্থা ডয়চে বান-এর একটি বিজ্ঞপ্তিতে প্রার্থীদের উইন্ডোজ ৩.১১ ও এমএস-ডস ব্যবহারে পারদর্শী হতে বলা হয়। সংস্থাটির মুখপাত্র বলেন, “আমাদের ট্রেনগুলো ৩০ বছর বা তারও বেশি সময় ধরে চলে, তাই নির্ভরযোগ্যতা প্রমাণিত প্রযুক্তি ব্যবহার করি।” সান ফ্রান্সিসকোর মুনিই মেট্রো ট্রেন ফ্লপি ডিস্ক ঢুকিয়ে চালু হয়, এবং তারা আগামী দশকের মধ্যে তা বদলের পরিকল্পনা করলেও এখনো সেই প্রযুক্তির উপর নির্ভর করছে।
ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর এক স্টুডিওতে রয়েছে দুটি প্রিন্টার, যা চলে উইন্ডোজ ২০০০-এ। ব্যবস্থাপক জন ওয়াটস বলেন, “আমি উইন্ডোজ অপছন্দ করি, কিন্তু তবুও এতে আটকে আছি।” লস অ্যাঞ্জেলেসের কাঠশিল্পী স্কট কার্লসনের CNC মেশিনও চলে উইন্ডোজ XP-তে। একবার কম্পিউটার এত বেশি সমস্যা করছিল যে পুরো সিস্টেম নতুন করে বানাতে হয়েছে।
সফটওয়্যার ডেভেলপার এম. স্কট ফোর্ড বলেন, “প্রতিষ্ঠানগুলো নতুন ফিচার আনতে ব্যস্ত, কিন্তু রক্ষণাবেক্ষণে দেরি হলে পুরনো প্রযুক্তির উপর নির্ভরতা বাড়ে।” মার্কিন ভেটেরান্স অ্যাফেয়ার্স (VA) হাসপাতালগুলোতে এখনো ব্যবহার হচ্ছে ১৯৯৭ সালের CPRS সফটওয়্যার, যার ভিত্তি MS-DOS ভিত্তিক VistA। আধুনিকায়নের বহু চেষ্টা সত্ত্বেও এটি এখনো চালু, এবং ২০৩১ সালের মধ্যে প্রতিরক্ষা বিভাগের নতুন সিস্টেমে রূপান্তরের পরিকল্পনা আছে।
মনোরোগ বিশেষজ্ঞ এরিক জাব্রিস্কি বলেন, “কম্পিউটার চালু হতে ১৫ মিনিট লাগত, তাই অফিসে আগেই যেতে হতো। লগইন করলে আর লগআউট করতাম না।” লি ভিনসেল সতর্ক করেন, “পুরনো প্রযুক্তির সবচেয়ে বড় সমস্যা হলো জ্ঞানের স্থানান্তর। যখন কেবল একজন জানেন কীভাবে সিস্টেম চালাতে হয়, তখন প্রতিষ্ঠান পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে পড়ে।”
শহীদ