
ছবিঃ সংগৃহীত
ছেলে-মেয়ের রূপান্তরের গল্প এতদিন শুনেছেন মানুষ নিয়েই। এবার সেই তালিকায় যুক্ত হলো এক মুরগি! টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঘিয়রকল গ্রামে ঘটেছে এই চমকপ্রদ ও রহস্যজনক ঘটনা—যেখানে একটি ডিম দেওয়া মুরগি একরাতে রূপ নিয়েছে মোরগে!
ঘটনাটি ঘটেছে আমজাদ হোসেন রতনের বাড়িতে। দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে একটি মুরগি ছিল, যেটি নিয়মিত ডিম দিত এবং বাচ্চা ফুটাত। কিন্তু হঠাৎ এক সকালে দেখা যায়, মুরগিটি আর আগের মতো নেই। মাথায় গজিয়েছে মোরগের ঝুটি, গলায় উঠেছে গর্জন, পালক হয়েছে মোটা ও চকচকে—একেবারে এক মোরগের মতো আচরণ করছে সে।
আমজাদ হোসেন জানান,
"গত এক সপ্তাহ আগে বিষয়টা প্রথম চোখে পড়ে। এরপর গত দুই-তিন দিন ধরে গলার ডাক, মাথার ঝুটি, সবকিছুই বদলে যেতে দেখি। এখন দিনে ৪-৫ বার মোরগের মতো ডাক দেয়। আগের মতো ডিম দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে।"
এই অদ্ভুত রূপান্তরের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পড়ে যায় চাঞ্চল্য। আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ ছুটে আসেন সেই মুরগিকে এক নজর দেখতে। কেউ বলছেন এটা অলৌকিক, কেউ ভাবছেন জাদুবিদ্যা। তবে প্রাণী চিকিৎসকরা দিয়েছেন একেবারে বাস্তবসম্মত ব্যাখ্যা।
🔬 বিজ্ঞান কী বলছে?
প্রাণী বিশেষজ্ঞদের মতে, মুরগির ডিম্বাশয় হয়তো কোনো কারণে ক্ষতিগ্রস্ত বা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই অবস্থায় শরীরে পুরুষ হরমোন (অ্যান্ড্রোজেন) সক্রিয় হয়ে ওঠে, ফলে মোরগের বৈশিষ্ট্য ফুটে ওঠে—যেমন ঝুটি, মোটা পালক, গলার ডাক ইত্যাদি।
একজন প্রাণীচিকিৎসক বলেন,
"মুরগির দেহে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের ভারসাম্য থাকে। ইস্ট্রোজেন কমে গেলে ও প্রজেস্টেরনের প্রভাব বাড়লে শরীরে পুরুষালি বৈশিষ্ট্য বাড়ে। পরিবেশগত পরিবর্তন বা হরমোনযুক্ত খাদ্য গ্রহণ করাও এর অন্যতম কারণ হতে পারে।"
তিনি আরও বলেন,
"এটি খুবই বিরল ঘটনা হলেও একেবারে অজানা নয়। আগে এমন কিছু ঘটনা বিভিন্ন দেশে ঘটেছে। এটি কোনো জাদুবিদ্যা নয় বরং হরমোনের জটিল রসায়নের ফল।"
ইমরান