ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রানজিটে রাত কাটানো? এই ১০টি বিমানবন্দর হোটেল আপনাকে দেবে পাঁচ তাঁরার অভিজ্ঞতা!

প্রকাশিত: ১৩:৩৫, ১৮ মে ২০২৫; আপডেট: ১৩:৩৫, ১৮ মে ২০২৫

ট্রানজিটে রাত কাটানো? এই ১০টি বিমানবন্দর হোটেল আপনাকে দেবে পাঁচ তাঁরার অভিজ্ঞতা!

ছবিঃ সংগৃহীত

ট্রানজিটে এক রাত থাকা—আগে ভাবলেই যেন মন খারাপ হয়ে যেত। কিন্তু এখন? অনেকটা যেন সুযোগের অপেক্ষা। কারণ, আধুনিক বিমানবন্দর হোটেলগুলো শুধু ঘুমানোর জায়গা নয়—এগুলো এখন আরাম, বিলাসিতা আর প্রযুক্তির মিলনস্থল।

স্কাইট্রাক্স ২০২৫ সালের সেরা বিমানবন্দর হোটেলের তালিকা প্রকাশ করেছে। হাজার হাজার যাত্রীর মতামত বিশ্লেষণ করে তারা বেছে নিয়েছে এমন ১০টি হোটেল, যেখানে থাকা মানেই ভ্রমণের ক্লান্তি ভুলে যাওয়া।

চলুন, একনজরে দেখে নিই সেই সেরা ১০টি হোটেল—

১. ক্রাউন প্লাজা চাঙ্গি এয়ারপোর্ট (সিঙ্গাপুর)
টানা দশবারের মতো সেরা বিমানবন্দর হোটেল! সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের সঙ্গে সরাসরি সংযুক্ত, তাই ট্রানজিট মানেই নো ঝামেলা। কক্ষে আছে রানওয়ের ভিউ, ঘুমের জন্য আলাদা "স্লিপ টিম", বালিশের মেনু, আর ৯৯.৯% আলো আটকানো পর্দা।

২. হায়াত রিজেন্সি শেনজেন এয়ারপোর্ট (চীন)
চীনের অন্যতম ব্যস্ত এয়ারপোর্টের পাশে অবস্থিত, আধুনিক ও শান্ত এক আশ্রয়স্থল। পুরো অভিজ্ঞতাটি কন্টাক্টলেস—চেক-ইন, দরজা খোলা, সবই মোবাইল অ্যাপেই। জেটল্যাগ কমাতে সূর্যোদয়ের মতো আলো ব্যবস্থাও আছে।

৩. TWA হোটেল JFK (নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র)
একটা হোটেল না, যেন টাইম ট্রাভেল! ১৯৬২ সালের পুরনো টার্মিনালকে রেট্রো স্টাইলে হোটেলে রূপান্তর করা হয়েছে। আছে রুফটপ ইনফিনিটি পুল, ১০,০০০ বর্গফুটের জিম, এমনকি একটি পুরনো বিমানকে ককটেল লাউঞ্জে পরিণত করা হয়েছে।

৪. ফেয়ারমন্ট ভ্যাঙ্কুভার এয়ারপোর্ট (কানাডা)
মাউন্টেন ভিউ, চমৎকার সাউন্ডপ্রুফিং আর ইনডোর হিটেড পুল—এই হোটেলটি সত্যিই আরামের আরেক নাম। স্পা-তে আছে বিশেষ জেটল্যাগ চিকিৎসা।

৫. হিলটন মিউনিখ এয়ারপোর্ট (জার্মানি)
টার্মিনালের মাঝখানে অবস্থিত, সবুজে ঘেরা বিশাল অ্যাট্রিয়াম, ইনডোর পুলে আন্ডারওয়াটার মিউজিক—সবই যেন ক্লান্ত যাত্রীর জন্য স্বর্গ! এমনকি রুম না নিয়ে শুধু স্পা ব্যবহারের সুযোগও দেয়।

৬. কর্ডিস সাংহাই হংকিয়াও (চীন)
বিমানবন্দর, মেট্রো আর হাইস্পিড ট্রেন—সবকিছুর সাথে সংযুক্ত। অসাধারণ এয়ার ফিল্টার ব্যবস্থা, যেখানে রুমে বসেই আপনি বাতাসের মান দেখতে পাবেন। নিরব পরিষেবার জন্য ‘সাইলেন্ট বাটলার’ আছে—বাইরে থেকে কিছু পাঠালে রুমে না ঢুকেই সেটা পেয়ে যাবেন।

৭. এনএইচ হোটেল ভিয়েনা এয়ারপোর্ট (অস্ট্রিয়া)
শুধু শব্দ ঠেকানোই নয়, বরং প্রতিটি রুমে থাকা যায় পছন্দসই পাখির ডাক কিংবা ক্লাসিকাল মিউজিকের মাঝে। খাবারের সার্ভিসও ২৪ ঘণ্টা—ভোর ৪টা থেকে গভীর রাত পর্যন্ত পেট ভরাতে পারবেন।

৮. মভেনপিক হোটেল বাহরাইন
শুধু ১০৬টি কক্ষ, কিন্তু ব্যক্তিগত স্পর্শে ভরা। বাহরাইনি ঐতিহ্য আর আধুনিকতা একসাথে। চাইলে অল্প সময়ে কাছাকাছি যাদুঘর কিংবা ঐতিহাসিক স্থান ঘুরে আসার ব্যবস্থা করে দেবে "কালচারাল কনসিয়ার্জ"।

৯. সোফিটেল এথেন্স এয়ারপোর্ট (গ্রীস)
৫০ মিটার দূরেই টার্মিনাল, আর ছাদের ওপর থেকে দেখা যায় সারোনিক উপসাগর। রুমে আছে ফরাসি ঘরানার সাজ, সঙ্গে গ্রীক ঐতিহ্যের ছোঁয়া। এমনকি একটি ছোট চার্চও আছে—চাইলে এখানেই বিয়ে সেরে নিতে পারেন!

১০. ওয়েস্টিন ডেনভার এয়ারপোর্ট (যুক্তরাষ্ট্র)
পাখির মতো দেখতে এই হোটেল থেকে চোখে পড়ে রকি পর্বতমালা। ৩,৫০০ বর্গফুটের ফিটনেস সেন্টার আর "গিয়ার লেন্ডিং" সুবিধা—যারা এক্সারসাইজ করতে চান কিন্তু পোশাক আনেননি, তাদের জন্যও সমাধান।


বিমানবন্দর হোটেল মানেই এখন আর কষ্ট করে একরাত পার করা নয়। বরং, অনেক সময় এই অভিজ্ঞতার জন্যই লে-ওভার বাড়িয়ে নেওয়া যায়! সুতরাং, পরের বার যখন ট্রানজিটে রাত কাটাতে হবে, তখন চিন্তা না করে বরং একটুখানি বিলাসিতা উপভোগ করুন।
 

মারিয়া

×