ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কোহলির দশম শ্রেণির মার্কশিট ভাইরাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ১৮ মে ২০২৫

কোহলির দশম শ্রেণির মার্কশিট ভাইরাল

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বিরাট কোহলি। ক্রিকেটজীবনের এক অধ্যায় শেষ করে ফের আলোচনায় এলেন তিনিতবে এবার এক ভিন্ন কারণে। ভাইরাল হয়েছে তার ২০০৪ সালের CBSE দশম শ্রেণির মার্কশিট, যেখানে তার পারফরম্যান্সের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এই মার্কশিট প্রথম আলোচনায় আসে ২০২৩ সালে, যখন ভারতীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা আইএএস জিতিন যাদব তা শেয়ার করে মন্তব্য করেছিলেন। সেই পুরনো পোস্ট আবার নতুন করে ভাইরাল হয়েছে।

মার্কশিট অনুযায়ী, মোট ৬০০ নম্বরের পরীক্ষায় কোহলি পেয়েছিলেন ৪১৯। বিষয়ভিত্তিক ফলাফল অনুযায়ী, ইংরেজিতে ৮৩, সমাজবিজ্ঞানে ৮১ এবং হিন্দিতে ৭৫ নম্বর পান তিনি। তবে গণিতে তার স্কোর ছিল মাত্র ৫১ এবং বিজ্ঞান টেকনোলজিতে ৫৫। প্রাথমিক তথ্যপ্রযুক্তিতে তিনি পেয়েছিলেন ৭৪।

আইএএস কর্মকর্তা যাদব সেই সময় লিখেছিলেন, “যদি কেবল পরীক্ষার নম্বরই জীবনের মানদণ্ড হতো, তবে কোহলির পাশে আজ গোটা দেশ থাকত না। সাফল্যের আসল চাবিকাঠি হলো প্যাশন এবং ডেডিকেশন।

এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “কোহলির সঠিক মার্কশিটের সঙ্গে ছিল নিষ্ঠা আর অধ্যবসায়এই ফর্মুলাই তাকে পৌঁছে দিয়েছে সফলতার শিখরে।

এই ঘটনাটি ফের মনে করিয়ে দিল, জীবনের সফলতা শুধু নম্বরের উপর নির্ভর করে নাইচ্ছাশক্তি, পরিশ্রম আর মনোযোগই পারে কাউকে সফল করে তুলতে।

মুমু

×