
ছবি: সংগৃহীত
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। রকেট হামলার সময় ইসরায়েলের একাধিক অঞ্চলে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়, ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এক বিবৃতিতে দাবি করেছে, তারা তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর ওপর তারা আপাতত হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
হুথিদের হামলার জবাবে ইসরায়েল পাল্টা সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ৬ মে সানায় অবস্থিত ইয়েমেনের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো বিমান হামলা, যাতে বেশ কয়েকজন নিহত হন এবং উল্লেখযোগ্য পরিমাণ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-হুথি বিরোধে নতুন করে যে সংঘাতের সঞ্চার হয়েছে, তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চিত অবস্থায় রয়েছে।
মিরাজ খান