
ছবি: সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ থামাতে সরাসরি উদ্যোগে ট্রাম্প, সোমবার কথা বলবেন পুতিনের সঙ্গে
ইউক্রেন যুদ্ধ থামাতে এবার সরাসরি হস্তক্ষেপে নামছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল সোমবার তিনি ফোনে কথা বলবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গেও যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “সোমবার সকাল ১০টায় আমি পুতিনের সঙ্গে কথা বলব। এরপর জেলেনস্কি এবং ন্যাটোর নেতাদের সঙ্গে আলোচনায় বসব।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। প্রায় দুই বছর ধরে চলমান এই সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ও বিপুল ধ্বংসযজ্ঞ ঘটেছে। গত শুক্রবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়নি, শুধু বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইতোমধ্যেই জানিয়েছেন, “আমি সরাসরি শান্তি আলোচনায় বসতে প্রস্তুত।”
জবাবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিও বলেছিলেন, “১৫ মে ইস্তাম্বুলে আমি পুতিনের জন্য অপেক্ষা করব।”
তবে শেষপর্যন্ত পুতিন সেখানে না যাওয়ায় আলোচনা সীমাবদ্ধ থাকে প্রতিনিধি পর্যায়ে। এতে হতাশা প্রকাশ করেছেন ট্রাম্পও। তিনি বলেন, “পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কোনো বড় অগ্রগতি সম্ভব নয়।”
ক্রেমলিন সূত্র নিশ্চিত করেছে, ট্রাম্প-পুতিন ফোনালাপের প্রস্তুতি চলছে। এর আগেও দুই নেতা একাধিকবার টেলিফোনে কথা বলেছেন। তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ ফোনালাপকে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। পর্যবেক্ষকরা বলছেন, এই ফোনালাপ থেকেই নির্ধারিত হতে পারে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ।
নুসরাত