
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সৌদির সংবাদমাধ্যম আল-হাদাত। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে খান ইউনিসে দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় তিনি নিহত হন।
আল-হাদাত আরও জানায়, মোহাম্মদ সিনওয়ারের সঙ্গে তার আরও ১০ সঙ্গীর মরদেহও উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ সিনওয়ার ছিলেন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। গত বছরের অক্টোবরে গাজার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। তার মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার হামাসের শীর্ষ নেতৃত্বে আসেন। তিনি শুধু সামরিক শাখাই নয়, গাজার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
সৌদি সংবাদমাধ্যমটি আরও জানায়, একই হামলায় হামাসের রাফা ব্রিগেডের প্রধান মোহাম্মদ শাবানাও নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বৈঠকে বলেন, তাদের বিশ্বাস মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। তিনি বলেন, “মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে সবকিছুই তার মৃত্যুর দিকেই ইঙ্গিত করছে।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হামাসের সামরিক শাখার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ দেইফ। তিনি গত বছরের জুলাইয়ে নিহত হওয়ার পর মোহাম্মদ সিনওয়ার তার স্থলাভিষিক্ত হন। এরপর ইয়াহিয়া সিনওয়ার নিহত হলে মোহাম্মদ সিনওয়ার গাজার প্রধানের দায়িত্বও গ্রহণ করেন।
মুহাম্মদ ওমর ফারুক