ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

টঙ্গীতে ব্যাটারী অটোকে বাঁচাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় ট্যাংলরী, ৪ ঘন্টা যানচলাচল বন্ধ 

নূরুল ইসলাম তালুকদার,টঙ্গী

প্রকাশিত: ২৩:১৫, ১৮ মে ২০২৫; আপডেট: ২৩:১৭, ১৮ মে ২০২৫

টঙ্গীতে ব্যাটারী অটোকে বাঁচাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় ট্যাংলরী, ৪ ঘন্টা যানচলাচল বন্ধ 

ছবি: সংগৃহীত


হুট করে ডানে মোড় নিয়ে রাস্তা পারাপাররত একটি ব্যাটারী চালিত অটোকে বাঁচাতে গিয়ে বিশাল এক ট্যাংলরীর ট্রাক দুর্ঘটনায় পড়ে লন্ডভন্ড। এতে গুরুতর আহত হন ট্যাংলরীর চালক ও হেলপার। ঘটনাটি ঘটেছে আজ টঙ্গী কালীগঞ্জ সিলেট মহাসড়কের আমতলী এলাকায়।

দুর্ঘটনার পর যানজটে আটকা পড়ে শত শত যানবাহন, দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।দুর্ঘটনার পর টঙ্গী কালীগঞ্জ সিলেট মহাসড়কে প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকে স্বাভাবিক যানচলাচল।

স্থানীয়রা বলছেন, হাইওয়ে রোডের যত নষ্টের মুল ব্যাটারী অটো নসিমন করিমন আর টেসলা! মহাসড়কে টেসলা বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আলীম

×