ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

উত্তরা দক্ষিণখান থানায় কর্মরত এসআই এর মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

আলী হোসেন শ্যাম, কনট্রিবিউটিং রিপোর্টার, উত্তরা, ঢাকা

প্রকাশিত: ০১:৪১, ১৯ মে ২০২৫

উত্তরা দক্ষিণখান থানায় কর্মরত এসআই এর মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের দক্ষিণখান থানায় কর্মরত এসআই কে, এম, মনছুর আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। রবিবার এক শোকবার্তায় ডিএমপি কমিশনার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

মরহুম এসআই (নিরস্ত্র) কে, এম, মনছুর আলী শনিবার (১৭ মে ২০২৫ খ্রি.) সকাল ০৮.০০ ঘটিকা হতে ২০.০০ ঘটিকা পর্যন্ত আশকোনা হজ্জক্যাম্প নিরাপত্তা মূলক ডিউটি করেন। ডিউটি শেষে ফেরার পথে সময় অনুমান ২১.২৫ ঘটিকার সময় তার ব্যক্তিগত মোটর সাইকেলটি দক্ষিণখান থানাধীন ৪ নং সেক্টর ১০ নং রোড রেলক্রসিং এ ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তী পথচারীরা তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেশাদার এই পুলিশ কর্মকর্তা মৃত্যুর পূর্ব পর্যন্ত জনগণের সুরক্ষা ও দেশ মাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন। তিনি গত ২৫/১১/২০১৪ খ্রি. বাংলাদেশ পুলিশ বহিনীতে যোগদান করেন। দীর্ঘ ০৯ বছর ০৫ মাস ২২ দিন চাকরি জীবনে বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে তার উপর অর্পিত সকল সরকারি দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত পালন করেছেন। এসআই (নিরস্ত্র) কে, এম, মনছুর আলী এর মত একজন দক্ষ পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নোভা

×