
ছবি: প্রতীকী
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ভারতের বিরুদ্ধে উঠেছে এক গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। জাতিসংঘ বলছে, অন্তত ৪০ জন রোহিঙ্গাকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগে ভারতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তারা।
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন বিশেষজ্ঞকে দায়িত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভারতের এমন অমানবিক আচরণে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘ ভারত সরকারকে সতর্কও করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে আটক একাধিক রোহিঙ্গা শরণার্থীর চোখ বেঁধে প্রথমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। পরে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তুলে তাদের সাগরের মাঝখানে নিয়ে গিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। তাদের মিয়ানমারের সীমানার মধ্যে একটি দ্বীপে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।
এছাড়াও, আসাম রাজ্যের একটি ডিটেনশন সেন্টার থেকে প্রায় ১০০ রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তের দিকে জোর করে পাঠিয়ে দেওয়ার অভিযোগও তুলেছে জাতিসংঘ।
জাতিসংঘের দাবি, এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, যাদের সাগরে ফেলা হয়েছে, তাদের মধ্যে কিশোর, বয়স্ক এমনকি ক্যান্সার আক্রান্ত রোগীও রয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=1IXETJojQGQ
রাকিব