ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভর্তি পরীক্ষা নয়, আগে বন্ধুর প্রাণ: চীনা ছাত্রের তাৎক্ষণিক বুদ্ধিমত্তার বিরল দৃষ্টান্ত!

প্রকাশিত: ০৫:৫২, ১৯ মে ২০২৫; আপডেট: ০৫:৫৪, ১৯ মে ২০২৫

ভর্তি পরীক্ষা নয়, আগে বন্ধুর প্রাণ: চীনা ছাত্রের তাৎক্ষণিক বুদ্ধিমত্তার বিরল দৃষ্টান্ত!

ছবি: সংগৃহীত

চীনের শানডং প্রদেশে একটি টেকনিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থী অচেতন হয়ে পড়েন। সেসময় তার পাশেই থাকা বন্ধু জিয়াং ঝাওপেং তা টের পেয়ে দ্রুত ব্যবস্থা নেন এবং বন্ধুর প্রাণ বাঁচাতে নিজের পরীক্ষাই মিস করেন।

কিছু চীনা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শানডং সিটি সার্ভিস টেকনিশিয়ান কলেজের শিক্ষার্থী জিয়াং ঝাওপেং এবং তার সহপাঠীরা একটি কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে একটি প্রাইভেট কারে করে যাচ্ছিলেন। পথে হঠাৎ এক ছাত্র তার পাশে বসা বন্ধু জিয়াং ঝাওপেং এর গায়ে লুটিয়ে পড়েন।

মুহূর্তেই জিয়াং ঝাওপেং আঁচ করে ফেলেন, এটি হতে পারে হার্ট অ্যাটাক। পরিস্থিতি বুঝে তিনি তার বন্ধুকে সিপিআর এবং মুখে-মুখে শ্বাসপ্রশ্বাস দেওয়ার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা শুরু করেন। এসময় গাড়িচালক দ্রুত পুলিশকে খবর দেন।

অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে পর্যবেক্ষণের জন্য সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন।

বন্ধুকে জরুরি চিকিৎসার ব্যবস্থা করে জিয়াং দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেও ততক্ষণে সময় পেরিয়ে গিয়েছিল। ফলে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি। তবে বিষয়টি জানার পর স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ জিয়াংয়ের জন্য বিশেষভাবে একটি বিকল্প পরীক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।

 

সূত্র: https://www.reddit.com/r/MadeMeSmile/comments/1kpicz7/a_student_in_china_missed_the_college_entrance/

রাকিব

×