
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শামছুল ইসলাম (২৭) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে শামছুল ইসলাম চোরাচালানের উদ্দেশ্যে চিনাকান্দি বিওপির আওতাধীন গামারিতলা রাজাপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় সীমান্তের ১২১০/১০-এস নম্বর আন্তর্জাতিক পিলার অতিক্রম করার পর বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে একটি গুলি শামছুল ইসলামের কাঁধে লাগে।
চিনাকান্দি বিওপির নায়েক সুবেদার তফসির তরফদার বলেন, ‘বিএসএফ রাতে পাঁচ রাউন্ড গুলি চালায়। শামছুল গুলিবিদ্ধ হয়। তাদের বাড়ি কাঁটাতারের একেবারে কাছেই হওয়ায় সে সেদিকে গিয়েছিল।’
স্থানীয়দের দাবি, শামছুলের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি সীমান্তে প্রবেশ করেছিলেন। গুলি চালানোর পর অন্যরা পালিয়ে গেলেও শামছুল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব বলেন, ‘শামছুল ইসলামের কাঁধে গুলি লেগেছে। তাকে এক্স-রের জন্য বাইরে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’
রাকিব