ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চাকরি পুনর্বহালের দাবিতে সাব-ইন্সপেক্টরদের মানববন্ধন 

প্রকাশিত: ১০:১৫, ১৯ মে ২০২৫

চাকরি পুনর্বহালের দাবিতে সাব-ইন্সপেক্টরদের মানববন্ধন 

আজ সোমবার(১৯ মে,২০২৫)চাকরি পুনর্বহালের দাবিতে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে মানববন্ধন করছে অব্যাহতি প্রাপ্ত শতাধিক ক্যাডেট শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (এসআই)।

এ সময় চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রেনিং শেষ হওয়ার আগেই ৩২১ জনকে বাদ দেওয়া হয়। এখন তারা চাকরি পুনর্বহাল চান।

তারা দাবি করেন,এলোমেলো হাঁটা ও বিশৃঙ্খলার নামে যে অভিযোগে তাদের বাদ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। এ সময় তারা সারদায় প্রশিক্ষণ নেওয়া এসআইদের সঙ্গে একযোগে পোস্টিং দেওয়ার দাবি জানান।

আফরোজা

×