ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আবারও ব্লকেডের আওতায় গুলিস্তান,যান চলাচল বন্ধ

প্রকাশিত: ১৩:০৪, ১৯ মে ২০২৫

আবারও ব্লকেডের আওতায় গুলিস্তান,যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবন ঘেরাও কর্মসূচি শুরু করেছেন আন্দোলনকারীরা। টানা চার দিনের বিক্ষোভের পর সোমবার (১৯ মে) সকাল ১১টা থেকে তারা গুলিস্তান মাজারের সামনে অবস্থান নেন এবং প্রধান সড়ক অবরোধ করে রাখেন।

এতে গুলিস্তানের ব্যস্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বংশাল ও পল্টনমুখী সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। মাজার রোড হয়ে পল্টন ও বংশালের দিকে কোনো যানবাহন চলতে পারছে না। নগরভবনের মূল ফটকে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় ঢাকা দক্ষিণ সিটির সব ধরনের সেবা কার্যক্রমও কার্যত বন্ধ হয়ে পড়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তারা নগরভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে ২০২০ সালের ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়।

এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়। তবে এখনো মেয়রের দায়িত্ব হস্তান্তরের কোনও সিদ্ধান্ত কার্যকর হয়নি।

শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে মামলা আটকে রাখার চেষ্টা করেন। তখন আদালত ছিল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তবে সব আইনি প্রক্রিয়া শেষে আমরা আদালতের রায় পেয়েছি। এখন আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলার অর্থ আদালত অবমাননা করা।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। কিন্তু দীর্ঘ আইনি লড়াই শেষে চলতি বছরের মার্চে আদালতের রায়ে বিএনপির ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। এই রায়ের পরিপ্রেক্ষিতেই বর্তমানে নগরভবন ঘেরাও এবং গুলিস্তান অবরোধ কর্মসূচি চলছে।

সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ও অফিসগামী কর্মজীবীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে সকাল ও দুপুরের ব্যস্ত সময়ে যানজট ছড়িয়ে পড়েছে মতিঝিল, পল্টন, সূত্রাপুর, বাংলাবাজার ও গোপীবাগের বিভিন্ন সড়কে।

নুসরাত

×