
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দলটির রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রকাঠামো নিয়ে দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন। তিনি জানান, এনসিপি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছে।
নাহিদ ইসলাম বলেন,
"বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার যে আদর্শ মুক্তিযুদ্ধে লালিত হয়েছিল, সেই একই চেতনাই এনসিপির পথচলার ভিত্তি। একইসাথে চব্বিশের গণঅভ্যুত্থানের বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার আকাঙ্ক্ষাও আমাদের রাজনীতিতে প্রতিফলিত হয়।"
ধর্ম, সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র
এনসিপি ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে আহ্বায়ক বলেন,
*"আমরা ইসলাম ধর্মের নৈতিকতা, মানবিকতা এবং বাঙালি মুসলমানের সংস্কৃতি ও জীবনচর্চাকে সম্মান করি। একইসঙ্গে ধর্মীয় সংখ্যালঘু ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।"*
তিনি স্পষ্টভাবে জানান, এনসিপি ইসলামবিদ্বেষ, সাম্প্রদায়িকতা বা ধর্মীয় উগ্রতাকে সমর্থন করে না এবং ধর্মতান্ত্রিক বা কট্টর সেকুলার মতবাদ কোনোটিকেই আদর্শ মানে না। বরং তারা সহাবস্থান ও সম্প্রীতির ভিতরে দাঁড়িয়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণে বিশ্বাসী।
সভ্যতাগত জাতীয়তা ও নারীর মর্যাদা
জাতি, ধর্ম বা গোত্রভিত্তিক পরিচয়ের বাইরে এনসিপি সভ্যতাগত জাতীয় পরিচয় ধারণের কথা বলে।
"বঙ্গীয় বদ্বীপে গড়ে ওঠা বহু ভাষা ও সংস্কৃতির মিলনের ধারায় একটি নতুন জাতীয় সংস্কৃতি গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এনসিপি," — বলেন নাহিদ ইসলাম।
নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে এনসিপি অন্যতম মূলনীতি হিসেবে চিহ্নিত করেছে। নারীশিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থান ও পারিবারিক সম্পত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিতে দলটি সক্রিয়ভাবে কাজ করবে।
ভারতীয় আধিপত্য ও কৌশলগত অবস্থান
আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,
"দক্ষিণ এশিয়ায় ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদ একটি সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক হুমকি। বাংলাদেশকে উচিত জাতীয় মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে কৌশলগত সম্পর্ক গড়ে তোলা এবং ভারতের আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান গ্রহণ করা।"*
কল্যাণ রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি
এনসিপি একটি ইনসাফভিত্তিক, দূর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রম অধিকার, জলবায়ু ও নগর ব্যবস্থাপনাকে প্রধান নীতিনির্ধারণী খাত হিসেবে বিবেচনা করছে। দলটির রয়েছে বঙ্গোপসাগরকেন্দ্রিক একটি নতুন অর্থনৈতিক জোন গঠনের ভিশনও।
নতুন সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের দাবি
ফেসবুক পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম জানান,
"ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা বিলুপ্ত করে একটি সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো গঠনের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন জরুরি। এটাই এনসিপির প্রধানতম রাজনৈতিক কর্তব্য।"
তিনি বলেন, "রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই শুরু হবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম ধাপ।"
আঁখি