
ছবি: সংগৃহীত
তাইওয়ানের কোস্ট গার্ড সোমবার (১৯ মে) জানিয়েছে, দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট লাই চিং-তের এক বছর পূর্তির প্রাক্কালে চীন হয়ত জনমনে ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করতে রাজনৈতিক কৌশল বা তথাকথিত "রাজনৈতিক যুদ্ধ" চালাতে পারে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একজন ব্যক্তি তাইওয়ানের একটি সৈকতে চীনের পতাকা রোপণ করছেন। ভিডিওটি পরে মুছে ফেলা হয়।
চীন বরাবরই প্রেসিডেন্ট লাইকে "বিচ্ছিন্নতাবাদী" হিসেবে আখ্যায়িত করে এসেছে এবং তাঁর সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট লাই চীনের তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি প্রত্যাখ্যান করে বলেন, শুধু মাত্র তাইওয়ানের জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।
গত সপ্তাহে তাইওয়ানের মূল ভূখণ্ড বিষয়ক কাউন্সিল সতর্ক করে বলেছিল, প্রেসিডেন্ট লাইয়ের এক বছর পূর্তি উপলক্ষ্যে বেইজিং হয়ত আরও সামরিক মহড়া চালাতে পারে।
রবিবার (১৮ মে) চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দাবি করেন যে তিনি ছোট একটি নৌকায় করে তাইওয়ান প্রণালি অতিক্রম করে একটি নির্জন সৈকতে নেমে চীনের পতাকা রোপণ করেন এবং পরে চীনে ফিরে যান।
এর আগে শুক্রবার, তাইওয়ানের কোস্ট গার্ড জানায়, তারা দুই চীনা নাগরিককে গ্রেফতার করেছে, যারা একটি রাবারের নৌকায় করে অবৈধভাবে তাইওয়ানে ঢুকে দ্বীপটির উত্তরপশ্চিম উপকূলে একটি সৈকতে নামে।
উক্ত দুটি ঘটনার বিষয়ে জানতে চাইলে, তাইওয়ান কোস্ট গার্ডের উপপ্রধান হসিয়েহ চিং-চিন বলেন, “চীনা কমিউনিস্টরা অনেকদিন ধরেই এই ধরনের সামরিক মহড়া এবং চাপ সৃষ্টিকারী কৌশল চালিয়ে আসছে। প্রেসিডেন্ট লাইয়ের শপথ বার্ষিকীতে তারা আবারও এই ধরনের কৌশল ও ভিডিও ব্যবহার করে আমাদের জনগণের মনোবল দুর্বল করতে পারে - এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”
তিনি আরও বলেন, ভিডিওটি তাইওয়ানের তাওইউয়ান অঞ্চলের একটি সৈকতে ধারণ করা হয়েছে- তবে এটি সত্যিই চীন থেকে কেউ এসে করেছে, নাকি স্থানীয় কাউকে দিয়ে ভিডিও করানো হয়েছে- সে বিষয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: https://shorturl.at/aBPLh
মিরাজ খান