ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

লড়াই তীব্র হচ্ছে, খুব শীঘ্রই পুরো গাজা আমাদের নিয়ন্ত্রণে আসবে : নেতানিয়াহু

প্রকাশিত: ১৯:৫৮, ১৯ মে ২০২৫; আপডেট: ১৯:৫৯, ১৯ মে ২০২৫

লড়াই তীব্র হচ্ছে, খুব শীঘ্রই পুরো গাজা আমাদের নিয়ন্ত্রণে আসবে : নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকা ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসবে। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “লড়াই আরও তীব্র হচ্ছে, আমরা অগ্রসর হচ্ছি। খুব শিগগিরই পুরো গাজা আমাদের নিয়ন্ত্রণে থাকবে।”

এদিকে, দক্ষিণ গাজার খান ইউনিস শহর ও আশপাশের এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সম্ভাব্য হামলার আগেই তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে ইসরায়েলের ওপর অবরোধ শিথিলের জন্য চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সাড়া দিয়ে, প্রায় ৮০ দিন ধরে কঠোর অবরোধের পর প্রথমবারের মতো মাত্র ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ২৪ লাখ মানুষের জন্য।

তবে এ বিষয়ে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমাদের জিম্মিদের কোনো সাহায্য পৌঁছাচ্ছে না, তাই মানবিক সহায়তারও প্রয়োজন নেই।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত ৩,১৯৩ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত যুদ্ধের মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৫৩,৩৩৯।

আসিফ

আরো পড়ুন  

×