ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মুকসুদপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩:১৪, ১৯ মে ২০২৫

মুকসুদপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ছবি: দৈনিক জনকন্ঠ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে স্থাপনাগুলো ভেঙ্গে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১৯ মে) মুকসুদপুরের গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গা দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গায় দীর্ঘদিন যাবৎ স্থানীয় জনগণ দখল করে পাকা স্থাপনা তুলে ব্যবসা করে আসছিলেন। পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গা দখলমুক্ত করতে নোটিশের মাধ্যমে জায়গা ছেড়ে দিতে বলা হলেও তারা গড়িমসি করেছিল। সে কারণে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন,  জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি, জেলা উপ বিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, উপ সহকারী প্রকৌশলী আরিফুল, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, সিন্দিয়াঘাট ফাঁড়ি ইনচার্জ আলমগীর হোসেন প্রমুখ।

মিরাজ খান

×