ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

উখিয়ায় প্রত্যাশা সমিতির নামে প্রতারণা, লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ! 

এম ফেরদৌস, উখিয়া, কক্সবাজার

প্রকাশিত: ০০:৪৯, ২০ মে ২০২৫

উখিয়ায় প্রত্যাশা সমিতির নামে প্রতারণা, লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ! 

উখিয়ায় ‘প্রত্যাশা সমিতি’ নামক একটি ভুয়া সংস্থার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। গ্রামে গ্রামে ঘুরে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যাশা সমিতির লোকজন প্রতিশ্রুতি দিয়েছিলো যে, ১০ হাজার ৫শ টাকা জমা দিলে ১ লাখ টাকা ঋণ এবং ২০ হাজার ৫শ টাকা জমা দিলে ২ লাখ টাকা ঋণ দেওয়া হবে। এই আশ্বাসে প্রলুব্ধ হয়ে অনেকেই সমিতির হাতে টাকা তুলে দেন।

ভুক্তভোগীরা জানান, সোমবার (১২ মে) সকালে টাকা জমা নেওয়ার পর বিকেলে সালাউদ্দিন মেম্বারের বাড়িতে অফিসে যেতে বলা হয় তাদের। কিন্তু বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, অফিসে কেউ নেই, সমিতির কেউ উপস্থিত হয়নি। পরে বুঝা যায়, তারা টাকা নিয়ে পালিয়েছে। 

ভুক্তভোগীদের দাবি, এ প্রতারণায় অন্তত কয়েকশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত প্রতারকদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

স্থানীয়দের অনেকে জানান, সমিতির কর্মকাণ্ড ঘিরে আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে তারা বিশ্বাস অর্জন করে।

ভুক্তভোগী গোলজার বেগম জানিয়েছেন, সঞ্চয় জমা রাখার কথা বলে অনেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে তারা প্রথমে জামানত নিয়েছেন। এর পরে ২ সাপ্তাহ পর ঋন দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। কিন্তু ঋন নিতে গিয়ে দেখি জামানত দেওয়া সকল মহিলা আছে এনজিওর কেউ নেই।

প্রত্যাশা' এনজিও পরিচয়ধারী ব্যক্তিদের অনেক খোজাখুজির পরেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বের করা হবে অপরাধীদের।

 

রাজু

×