
ছবি: সংগৃহীত
ভারতের দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে একাধিক ব্যক্তিকে পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে মন্তব্যের অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন একজন জনপ্রিয় ভ্রমণ ব্লগার ও এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক—রবিবার এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
জম্মু-কাশ্মীরের পাহালগামে প্রাণঘাতী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। বেশ কিছুদিনের উত্তেজনার পরে ৬-৭ মে রাতে ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এতে বেসামরিক লোকজন নিহত হওয়ার এবং হামলার জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায় পাকিস্তান। পাল্টাপাল্টি ড্রোন হামলা ও বিমানঘাঁটিতে আঘাতের পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
এই প্রেক্ষাপটে দিল্লির নিজ বাসভবন থেকে আটক হন হরিয়ানার আশোকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলি খান মাহমুদাবাদ। ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ বিষয়ক প্রেস ব্রিফিং নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে হরিয়ানার বিজেপি যুব শাখার সাধারণ সম্পাদক যোগেশ জাতেরি অভিযোগ করেন।
মাহমুদাবাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, বিচ্ছিন্নতাবাদে উসকানি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচনা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
এদিকে, ইউটিউব ব্লগার জ্যোতি মালহোত্রাকে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে। ৩৩ বছর বয়সী এই ব্লগার ‘Travel With Jo’ নামে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল চালান এবং সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাবে গুরুদ্বারা দর্শনের ভিডিও প্রকাশ করেন। ভারতীয় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ এর আওতায় তাকে ‘পাকিস্তানের কাছে গোপন তথ্য পাচারের’ অভিযোগে আটক করা হয়।
এছাড়া, আসামে আরেক অভিযানে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতজনকে গ্রেফতার করা হয়, যারা ‘ভুয়া সিম কার্ড’ ব্যবহার করে সেনাবাহিনীর তথ্য পাচার করছিল বলে দাবি। আরও ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ নিয়ে পাকিস্তানে সাংবাদিকদের মধ্যে ব্যাপক সন্দেহ দেখা দিয়েছে। পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর লিখেছেন, ‘একজন ইউটিউবার জনসমক্ষে ভিডিও তৈরি করে গুপ্তচর হতে পারে না। গুপ্তচরের কাজ গোপনে, জনসমক্ষে নয়।’ অপর এক সাংবাদিক আম্মারা আহমেদ বলেন, ‘জ্যোতি মালহোত্রার একটি সৎ বিচার পাওয়ার অধিকার আছে।’ এছাড়া, পাকিস্তানি সাংবাদিক আলিয়া জেহরা একে ‘উদ্ভট নাটক’ বলেও মন্তব্য করেন।
ভারত ‘পাকিস্তানের কাছে গোপন তথ্য পাচারের’ অভিযোগে নির্দোষ ব্যক্তিদের আটক করছে জানিয়ে পাকিস্তানি পডকাস্টার শেহজাদ ঘিয়াস শেখ লিখেছেন, ‘বার্তাটি স্পষ্ট—যেকোনো ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর যদি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখে, তবে তাকে শাস্তি পেতে হবে। ফ্যাসিবাদে স্বাগতম।’
সূত্র: দ্য ডন।
রাকিব