ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পুতিনের সাথে দুই ঘন্টার ফোনালাপের পর যে সুখবর দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৫, ২০ মে ২০২৫; আপডেট: ১০:০৫, ২০ মে ২০২৫

পুতিনের সাথে দুই ঘন্টার ফোনালাপের পর যে সুখবর দিলেন ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দুই ঘন্টার ফোনালাপের কয়েক মিনিট পর, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা করেন যে রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে।

রাষ্ট্রপতি পুতিনের সাথে তার কথোপকথনকে "খুব ভালোভাবে সম্পন্ন" বলে বর্ণনা করে তিনি বলেন যে আলোচনা "যুদ্ধের সমাপ্তি"র দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যে দ্বিপাক্ষিক আলোচনার শর্তগুলি "দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা করা হবে"। তিনি বলেন, এটিই ছিল এগিয়ে যাওয়ার একমাত্র উপায় "কারণ তারা এমন একটি আলোচনার বিশদ জানেন যা অন্য কেউ জানবে না।"

রাষ্ট্রপতি ট্রাম্প বলেন যে ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পরপরই তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সাথে একটি সম্মেলনে ফোন করেন এবং তাদের জানান যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা "অবিলম্বে শুরু হবে"। 

সোমবারের ফোনালাপ যেভাবে পরিচালিত হয়েছিল তার জন্য রাশিয়ার রাষ্ট্রপতির প্রশংসা করে মিঃ ট্রাম্প বলেন, "কথোপকথনের সুর এবং চেতনা চমৎকার ছিল।"

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ তার পোস্টে তিনি বলেন, মার্কিন-রাশিয়া বাণিজ্যের সম্ভাবনা "সীমাহীন"। রাষ্ট্রপতি ট্রাম্প, যিনি গত সপ্তাহে দাবি করেছিলেন যে "আমার মতো কেউ বাণিজ্য ব্যবহার করে না", তিনি ইউক্রেন সম্পর্কেও কথা বলার সময় সেই কার্ডটি খেলেন। "ইউক্রেন তার দেশ পুনর্গঠনের প্রক্রিয়ায় বাণিজ্যে একটি বড় সুবিধাভোগী হতে পারে," তিনি উল্লেখ করেন।

সূত্র: এনডিটিভি

মুমু

×