ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ছাত্রীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল

প্রকাশিত: ১১:৫৪, ২০ মে ২০২৫

ছাত্রীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার ভিডিও নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি। ভিডিওটিতে স্কুল ইউনিফর্ম পরিহিত কয়েকজন শিক্ষার্থীকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি চাপা দেয়। হৃদয়বিদারক এই দৃশ্য দেখে অনেকেই ধরে নিয়েছেন ঘটনাটি বাংলাদেশে ঘটেছে। কিন্তু প্রকৃতপক্ষে, এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেহরাদুন শহরের একটি দুর্ঘটনার ভিডিও।

 

 

 

ভিডিওটি প্রথমে ছড়ায় ‘কামরুল হাসান অনি’ নামে একটি ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়, “স্বাধীন দেশের অবস্থা, বেপরোয়া গতি, মানুষের ক্ষতি।” এমন শিরোনাম ও দৃশ্য দেখে অনেকেই এটি বাংলাদেশের কোনো সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনা ভেবে শেয়ার করতে শুরু করেন।

 

 

পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন ঘেঁটে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি বাংলাদেশের নয়। বরং এটি ২০২৪ সালের ২৩ এপ্রিল ভারতের দেহরাদুন শহরের সেলাকি এলাকায় ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনার ফুটেজ।
নিউজ১৮–এর প্রতিবেদনে বলা হয়, ঘটনাটিতে স্কুল শেষে বাড়ি ফেরার পথে থাকা শিক্ষার্থীদের ওপর নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি উঠে গেলে আটজন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল।

 

 

 

এই ঘটনার প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যাচাই না করা ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়া জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ক্যাপশন দিয়ে এসব ভিডিও ছড়ানো হয়, আবার অনেকে অজ্ঞতাবশত তা শেয়ার করেন।

তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ভাইরাল কনটেন্ট যাচাই করার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি, বিশেষ করে যেসব কনটেন্ট জনমত প্রভাবিত করতে পারে কিংবা রাষ্ট্র বা সমাজের নিরাপত্তা-সচেতনতা নিয়ে প্রশ্ন তোলে।

আঁখি

×