ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নাবিক পদে চাকরি দেবে বলে প্রতারণা, হোটেল থেকে ৩৮ জন উদ্ধার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ১৮:৪৮, ২০ মে ২০২৫; আপডেট: ১৮:৪৯, ২০ মে ২০২৫

নাবিক পদে চাকরি দেবে বলে প্রতারণা, হোটেল থেকে ৩৮ জন উদ্ধার

ছবি: জনকণ্ঠ

নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরি পাইয়ে দেবে। এমন প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা একটি চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে নৌবাহিনীর সদস্যরা।

সোমবার দিবাগত গভীর রাতে খুলনার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় ‘সুইট প্যালেস’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে চাকরি প্রত্যাশী ৩৮ জন ভুক্তভোগীকে সেখান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সামিউর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, চক্রের প্রধান শামীম ইসলাম (৪০), তার সহযোগী আশিকুর রহমান (২১), শাকিল আহমেদ (২০), মো. আলহাজ্ব আলী (১৯), মো. নয়ন আলী (১৯), মো. মুস্তাকিম (১৯), ফরহাদ মণ্ডল (২১), মোহাম্মদ রিয়াজ ইসলাম (১৯) ও মো. আমিরুল ইসলাম (১৯)।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার সামিউর রহমান জানান, প্রতারক চক্রটি প্রতি ব্যক্তির কাছ থেকে ৮ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত দাবি করে চাকরির প্রলোভন দেখাত। হোটেলে এনে তারা চাকরি প্রার্থীদের কাছ থেকে স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প, এমনকি তাদের ব্যক্তিগত মোবাইল ফোন রেখে দিত।

বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য হোটেলেই তারা নৌবাহিনীর আদলে চোখের কালার ব্লাইন্ড টেস্ট এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করাত। অভিযানে চক্রের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট, ভর্তি সংক্রান্ত জাল প্রশ্নপত্র ও উত্তরপত্র উদ্ধার করা হয়।

সামিউর রহমান জানান, দীর্ঘদিন নজরদারির পর বড় পরিসরে এই চক্রটিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, "আমরা চাইনি একজন বা দুজনকে ধরে চক্রটিকে সতর্ক করে দিতে। তাই একসঙ্গে অনেককে ধরতেই আমরা অপেক্ষা করছিলাম।"

গ্রেফতারকৃতদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত যুবকদের বিষয়ে নৌবাহিনীর উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতি বছর নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে এ ধরনের প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে উল্লেখ করে তিনি বলেন, নৌবাহিনীর কড়া নজরদারি, সুশৃঙ্খল ভর্তি কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে এ ধরনের অপচেষ্টা অনেকাংশেই প্রতিহত হচ্ছে।

তিনি আরও বলেন, “নৌবাহিনীতে আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগের কোনো সুযোগ নেই। তাই চাকরি প্রত্যাশীদের এ ধরনের প্রতারকদের ফাঁদে না পড়ার আহ্বান জানানো হচ্ছে।”

শহীদ

×