ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

৭ মাস ইডেন ছাত্রীকে বাসায় আটকে ধর্ষণ করেন গায়ক নোবেল!

প্রকাশিত: ০০:৩৭, ২১ মে ২০২৫; আপডেট: ০১:১৪, ২১ মে ২০২৫

৭ মাস ইডেন ছাত্রীকে বাসায় আটকে ধর্ষণ করেন গায়ক নোবেল!

ছ‌বি: সংগৃহীত

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে সাত মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং পর্নোগ্রাফির অভিযোগে গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। সোমবার (১৯ মে) রাতে ডেমরার সারুলিয়া আমতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে হাজির করা হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায়— এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন নোবেল। পুলিশ জানায়, ভিডিওতে থাকা নারীই ওই ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি দেখে মেয়েটির পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় আসে এবং বিস্তারিত জানার পর জাতীয় জরুরি সেবায় (৯৯৯) ফোন করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত ১০টার দিকে ওই বাসা থেকে ছাত্রীটিকে উদ্ধার করে।

পুলিশ জানায়, ২০২৩ সালের নভেম্বরে গুলশানে দেখা করার কথা বলে মেয়েটিকে ডেকে নেন নোবেল। পরে বিয়ের আশ্বাস দিয়ে ডেমরার বাসায় নিয়ে গিয়ে গোপনে আটকে রাখেন এবং ধারাবাহিকভাবে ধর্ষণ করেন। এই সাত মাসে তিনি ছাত্রীটির উপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। এমনকি এসব ঘটনার ভিডিও ধারণ করে ছাত্রীটিকে ব্ল্যাকমেইলও করতেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, নোবেলকে গ্রেপ্তারের সময় তিনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। প্রযুক্তির সহায়তায় রাত ২টার দিকে ডেমরা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এটি নোবেলের বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। ২০১৯ সালে সালসাবিল মাহমুদ নামে এক নারীকে বিয়ে করলেও মাদকাসক্তির কারণে সে সংসার দীর্ঘস্থায়ী হয়নি। ২০২3 সালে ফের বিয়ের খবর আসে আলোচনায়। এছাড়া প্রতারণার অভিযোগে তিনি ২০২৩ সালেই একবার গ্রেপ্তার হয়েছিলেন।

গায়ক হিসেবে সারেগামাপা’র মাধ্যমে পরিচিতি পেলেও সাম্প্রতিক বছরগুলোতে ব্যক্তিগত জীবন, বিতর্কিত কর্মকাণ্ড এবং পেশাগত দায়িত্বে অবহেলার কারণে নোবেল সমালোচনার কেন্দ্রে রয়েছেন। কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তির এক অনুষ্ঠানে মঞ্চে উশৃঙ্খল আচরণের জন্য দর্শকদের ক্ষোভের শিকার হন— তারা তাকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল নিক্ষেপ করেন। সেই দৃশ্যও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=sCteT-AAmds

×