ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

স্বামীর সঙ্গে সংসারের মিষ্টি ঘটনাগুলো প্রকাশ করলেন বারিশা

প্রকাশিত: ০০:২৪, ২১ মে ২০২৫

স্বামীর সঙ্গে সংসারের মিষ্টি ঘটনাগুলো প্রকাশ করলেন বারিশা

ছ‌বি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বারিশা হক সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন তাঁর দাম্পত্য জীবনের নানা মধুর স্মৃতি ও অভিজ্ঞতা। কাজের ব্যস্ততার মধ্যেও কীভাবে তিনি সংসার সামলাচ্ছেন, স্বামীকে সময় দিচ্ছেন এবং দু’জন মিলে কীভাবে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন— তা নিয়ে অকপটে কথা বলেন এই তারকা।

বারিশা বলেন, “আগামী ১০ বছর আমরা এভাবেই ব্যস্ত থাকতে চাই। এরপর একেবারে অবসরে যেতে চাই। কারণ, এখনই আমাদের কষ্ট করার সময়। যদি এখনই আরাম খুঁজি, তাহলে আমরা যেই জায়গায় পৌঁছাতে চাই, সেখানে পৌঁছানো সম্ভব হবে না।”

সংসার জীবনের প্রসঙ্গে বারিশা জানান, তাঁর স্বামী এখন অনেকটাই স্টাইলিশ হয়ে উঠেছেন, আর সেই কৃতিত্বও তিনিই পাচ্ছেন। “ওর স্টাইলের সবকিছু আমি ঠিক করে দিই। আজকে যে পোশাকটা পরেছে, সেটাও আমি ঠিক করে দিয়েছি। প্রায় প্রতিবারই আমি ঠিক করে দিই ও কী পরবে। ও বলে, ‘আমার স্টাইলিশ আমি না, আমি বারিশ অনুযায়ী স্টাইল করি।’”

এমনকি “বেস্ট স্টাইলিশ কাপল অ্যাওয়ার্ড” পাওয়ার অভিজ্ঞতাও ছিল তাঁদের জীবনে একটি আনন্দময় অধ্যায়। বারিশা জানান, “অনেক সময় ও যখন বাসায় নতুন পোশাক ট্রায়াল দেয়, তখন আমি ওকে গাইড করি—এই পোশাকের সঙ্গে কোনটা ভালো যাবে। ওর স্টাইলিংয়ের প্রতিও আমি নজর রাখি।”

দাম্পত্য জীবনে বিরক্ত হন কি না জানতে চাইলে বারিশা স্পষ্টভাবে বলেন, “না, বিরক্ত হই না। কারণ আমরা একসঙ্গে একই সেক্টরে কাজ করি না। ওর আবদারও খুব কম, সারাদিন আবদার করে না। তবে আমি সবসময় চেষ্টা করি ও যা চায় সেটা আগেই হাজির করতে।”

সংসার জীবনে ভারসাম্য রক্ষা করতে কীভাবে কাজ করেন, তা নিয়েও কথা বলেন বারিশা। “সংসার সুখের হয় রমণীর গুণে— এই কথাটা আমার খুব বিশ্বাস। তাই ওর কমফোর্ট জোনটা যেন ঠিক থাকে, সেটা খেয়াল রাখি। শ্বশুরবাড়ি, মেয়ের সবকিছু— যতই ব্যস্ত থাকি, আমি সবসময় সংসারের প্রতি মনোযোগী থাকার চেষ্টা করি।”

পেশাগত জীবন নিয়েও খোলাখুলি মত দেন বারিশা। জানান, সাংবাদিকতা ছাড়ার সিদ্ধান্তটা পরিকল্পিত নয় বরং নিয়তির খেলা। “আমি সাংবাদিকতা পেশাকে অনেক সম্মান করি। কারণ আমি এই বিষয়ে পড়াশোনা করেছি। ভবিষ্যতে যদি সুযোগ আসে, হয়তো নিজেকে সাংবাদিক পরিচয়েও তুলে ধরতে পারি।”

বর্তমানে ব্র্যান্ড প্রমোশন নিয়ে কাজ করছেন বারিশা, তবে পেশাগত শ্রেণিবিভাজনের বিরুদ্ধে তিনি স্পষ্ট বক্তব্য রাখেন। বলেন, “আমি কাউকে ছোট করে দেখি না। প্রত্যেকটা পেশা গুরুত্বপূর্ণ। তারাও ভিউ করছে, বিজনেস করছে। শুধু সংযত থাকতে হবে। কিছু নিয়ম মেনে চললে সবাই মিলে সুন্দরভাবে কাজ করা সম্ভব।”

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=cbFLAHw1KJc

×