
ছবিঃ সংগৃহীত
ঢাকার কমলাপুরে অবস্থিত দেশের সবচেয়ে বড় রেলস্টেশনটি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ‘আইডিএলসি পরিবর্তন’ প্রকল্পের অংশ হিসেবে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকল্পটির আওতায় গড়ে তোলা হবে একটি আধুনিক 'মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব', যা হবে দেশের প্রথম এবং সবচেয়ে উন্নত পরিবহন কেন্দ্র। নতুন এই হাবে একত্রিত হবে হাই স্পিড ট্রেইন, মেট্রোরেল, পাতাল রেল (সাবওয়ে) এবং এক্সপ্রেসওয়ে—এগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকবে, যাতে যাত্রীরা রাজধানীর যেকোনো প্রান্তে কিংবা দেশের যেকোনো অঞ্চলে সহজেই চলাচল করতে পারেন।
এই অত্যাধুনিক প্রকল্পটি বাস্তবায়ন করবে জাপানের বিখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান কাজিমা কর্পোরেশন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন হাবের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকবে ভূগর্ভস্থ, যেখানে থাকবে ট্রেনের স্টেশন। এতে যাত্রীরা অপেক্ষাকৃত কম সময় ও ঝামেলা ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবেন।
নতুন হাবে যাত্রীদের জন্য থাকবে একক প্ল্যাটফর্মে মেট্রোরেল, ট্রেন, বাসসহ একাধিক পরিবহনের সুবিধা, যা নগর ও আন্তঃনগর যাতায়াতকে করবে দ্রুততর ও আরও স্বাচ্ছন্দ্যময়।
বাংলাদেশের পরিবহন অবকাঠামোর উন্নয়নে এটি হতে যাচ্ছে এক বিশাল মাইলফলক।
মুমু