ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

স্বর্ণ চোরাচালান মামলা: জামিন পেলেও যে আইনে জেলে থাকছেন ভারতীয় অভিনেত্রী

প্রকাশিত: ০২:৩৭, ২১ মে ২০২৫; আপডেট: ০২:৩৮, ২১ মে ২০২৫

স্বর্ণ চোরাচালান মামলা: জামিন পেলেও যে আইনে জেলে থাকছেন ভারতীয় অভিনেত্রী

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী রানিয়া রাও সোনার চোরাচালান মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না। বেঙ্গালুরুর একটি আদালত মঙ্গলবার রানিয়া ও অপর অভিযুক্ত তরুণ রাজুকে ‘ডিফল্ট জামিন’ দিলেও রানিয়া থাকছেন কারাগারেই, কারণ তার বিরুদ্ধে COFEPOSA (Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act) আইনে আটকাদেশ বলবৎ রয়েছে।

ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) সময়মতো চার্জশিট না দেওয়ায় আদালত এই জামিন দেয়। তবে জামিনের শর্ত অনুযায়ী, দুইজনকে ২ লাখ টাকার বন্ড ও দুইটি জামিনদারের ব্যবস্থা করতে হবে। এছাড়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও একই ধরনের অপরাধে জড়াতে না পারার শর্তও জারি করা হয়েছে।

তবে রানিয়া রাও, যিনি হার্শবর্ধিনী রানিয়া নামেও পরিচিত, COFEPOSA আইনের আওতায় থাকায় জামিনের পরেও তাকে কারাগারেই থাকতে হবে। ১৯৭৪ সালের এই কঠোর আইনের আওতায় সন্দেহের ভিত্তিতেই কাউকে এক বছর পর্যন্ত বিনা বিচারে আটকে রাখা যায়।

চোরাচালানবিরোধী এই মামলাটি সামনে আসে ৩ মার্চ, যখন রানিয়া রাওকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত ফ্লাইটে ১৪.৮ কেজি সোনা নিয়ে আসার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

ডিআরআই জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ১২.৫৬ কোটি টাকা। পরবর্তীতে তদন্তে উঠে আসে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে রানিয়া একাই দুবাই সফর করেছেন ৩৪ বার, যা তাকে একটি বড় আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ জাগায়।

রানিয়ার বাড়িতে পরবর্তীতে চালানো অভিযানে আরও ২.০৬ কোটি টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ২.৬৭ কোটি টাকা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে কাস্টমস অ্যাক্টের ১৩৫ ও ১০৪ ধারায় মামলা হয়েছে। ডিআরআই ১০৮ ধারার আওতায় আর্থিক অনিয়ম তদন্তেও নেমেছে।

এর আগে ১৪ মার্চ, ২৭ মার্চ ও ২৬ এপ্রিল তার জামিন আবেদন বিশেষ আদালত, সেশনস কোর্ট এবং হাইকোর্টে খারিজ হয়। সহ-অভিযুক্ত মার্কিন নাগরিক তরুণ রাজুর জামিনও ৭ এপ্রিল নামঞ্জুর হয়।

রানিয়ার আইনজীবী ডিআরআই-এর বিরুদ্ধে নথিপত্রে কারসাজির অভিযোগ এনে দাবি করেছেন, এসব অভিযোগ আপসযোগ্য। তবে ২২ এপ্রিল কেন্দ্রীয় সরকার COFEPOSA আইনে রানিয়ার বিরুদ্ধে আটকাদেশ জারি করে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

রাকিব

আরো পড়ুন  

×