ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকা শহরকে আবর্জনায় ভরে ফেলার হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের

প্রকাশিত: ১৭:১৭, ২০ মে ২০২৫; আপডেট: ২০:৩৭, ২০ মে ২০২৫

ঢাকা শহরকে আবর্জনায় ভরে ফেলার হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের

ছবি:সংগৃহীত

ঢাকার নগর ভবনের সামনে কয়েকদিন ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নগর ভবনের মূল ফটকে তালা লাগানো হয়, ফলে ভেতরে কেউ প্রবেশ করতে পারেননি। নগর ভবনে যাঁরা সেবা নিতে এসেছিলেন, তাঁদের বেশিরভাগই ফিরে যেতে বাধ্য হন অথবা দীর্ঘসময় আটকে থাকেন। গুলিস্তান, গোলাপ শাহ মাজার মোড়, মতিঝিলসহ আশেপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট, যা সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে দেয়।

 

 

আজকের কর্মসূচি উপলক্ষে নগর ভবনের সামনের রাস্তায় একটি মঞ্চ তৈরি করা হয়, সেখান থেকেই বিভিন্ন নেতা বক্তব্য দেন ও পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। বক্তব্যে বলা হয়, নির্বাচনে বিজয়ী হওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়া সংবিধান পরিপন্থী এবং জনগণের ভোটাধিকার উপেক্ষার শামিল। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়া হয়, তাহলে আন্দোলন আরও কঠোর হবে। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ঘোষণা আসে, ঢাকা শহরের বাসাবাড়ি থেকে ময়লা অপসারণ বন্ধ করে দেওয়া হবে, রাস্তাগুলোর স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হবে, এমনকি সরকারি অফিসগুলোর বিদ্যুৎসেবা বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

 

 

আজকের দিনের কর্মসূচি শেষ হলেও আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামীকালও একইভাবে নগর ভবনের সামনে অবস্থান ও অবরোধ চলবে। তাঁরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে এবং প্রয়োজনে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে। সবমিলিয়ে এই আন্দোলনের ফলে নগর ভবনের কার্যক্রমে বিপর্যয় নেমে এসেছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থবিরতা সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনে ভোগান্তি বাড়িয়ে তুলেছে। এখনো পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: https://youtu.be/D8Ne__S4mwU?si=e6jInx7DfKH9bbiE

আঁখি

×