ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া উচিত: নাহিদ

প্রকাশিত: ২২:২৩, ২০ মে ২০২৫

অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া উচিত: নাহিদ

ছবিঃ সংগৃহীত

দেশে চলমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নেই এবং তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সোমবার (২০ মে) এক প্রেস ব্রিফিংয়ে নাহিদ বলেন, “বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন অবিলম্বে দেওয়া উচিত। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ, গঠন প্রক্রিয়ায় ত্রুটি এবং সংস্কার প্রস্তাবনা আমলে না নেওয়ার কারণে আমরা মনে করি, তাদের দিয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “নতুন জনপ্রতিনিধি এলে নাগরিক সমস্যাগুলো লাঘব হবে। আগের যেসব নির্বাচন অবৈধ ছিল, সেগুলো আমরা প্রত্যাখ্যান করেছি। এখন সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের বৈধতা আমরা মানতে পারি না। সেটা হবে দ্বিচারিতা।”

নাহিদ জানান, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে।

সূত্রঃ https://youtu.be/EdwFZYZnM1k?si=Dd9p8FX6DuCp7-Zk

ইমরান

×