ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ২৩:২৩, ২০ মে ২০২৫

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী শিহাব সরকার (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে শহরের বানিয়াছল এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শিহাব নরসিংদী শহরের বৌয়াকুর এলাকার সাবেক পৌর কমিশনার মৃত আলতাফ সরকারের ছেলে। সে নরসিংদী—১ আসনের সাবেক সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরুর ভাতিজা ও শহর যুবলীগের সদস্য ছিলেন।

পুলিশ জানায়, শিহাবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সে পলাতক ছিলো। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শিহাব বানিয়াছল এলাকায় তার শশুড় বাড়িতে অবস্থান করছে। সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নরসিংদী মডেল থানার উপ—পরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাঈম বলেন, শিহাবকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। সে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪টি হত্যা মামলার এজাহার আসামি। এগুলো তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আসিফ

×