
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির চার নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক পত্রে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া চার নেতা হলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৫ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নুরে চ্ছাবা স্টার, ১০ নম্বর যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু ও ২৫ নম্বর সদস্য আমিনুল ইসলাম। এর আগে, গত ১৬ মে তারা সংবাদ সম্মেলন করে ত্যাগীদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসর ও জাতীয় পার্টির কর্মীদের নিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ এনে তা বাতিলের দাবি জানিয়ে পদত্যাগ করেন।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৬ মে সাংবাদিক সম্মেলন করে উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৫ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি থেকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নুরে চ্ছাবা স্টার, ১০ নম্বর যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু ও ২৫ নম্বর সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করেন। গত ১৭ মে কুড়িগ্রাম জেলা বিএনপির এক জরুরি আলোচনা সভায় উপরোক্ত ব্যক্তিদের পদত্যাগপত্র গৃহীত হয়। সেই মোতাবেক, তদস্থলে উপজেলা বিএনপির ৫ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে নুরুল আলম সরকার, পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে আবুল বাশার সুজা, ১০ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে ইকবাল হোসেন চাঁদ এবং ২৫ নম্বর সদস্য হিসেবে গোলাম কিবরিয়া বিন্টুকে পদায়ন করা হলো।
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, পদত্যাগ করা চারজনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সেই সাথে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আলীম