
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, সরকার একটি সুন্দর নির্বাচন আয়োজন করার চেষ্টা করছে।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টকশো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যাতে একটি সুন্দর রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, আমরা নিকট অতীতে যে রাজনৈতিক সংকটগুলো দেখেছি, ক্ষমতা আঁকড়ে থাকার জন্য যেভাবে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়েছে, ভবিষ্যতে যাতে এরকম কোনো পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সুন্দর একটি রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার জন্য সরকার চেষ্টা করছে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ বিষয়ে সহযোগিতার কথাও বলেছেন বলে জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সে সহযোগিতা করে যাচ্ছে।’
আগামী নির্বাচন সম্পর্কে সরকার সুস্পষ্ট ধারণা দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সরকার দিনক্ষণ হয়তো ঘোষণা করেনি, তবে সময়সীমা সম্পর্কে বলেছে। আমরা বিশ্বাস করি, আরও কিছুদিন গেলে হয়তো নির্দিষ্ট দিনক্ষণও ঘোষণা সম্ভব হবে।’
সূত্র: https://www.facebook.com/watch/?v=582299571572587&rdid=WwR6uuftvuUvugaJ
রাকিব