ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

গর্ভনিরোধক পিল বাড়ায় স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি, জানালো গবেষণা

প্রকাশিত: ০৪:৩০, ২১ মে ২০২৫

গর্ভনিরোধক পিল বাড়ায় স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি, জানালো গবেষণা

ছবি: প্রতীকী

হরমোনাল গর্ভনিরোধক পিল ব্যবহারকারী নারীদের মধ্যে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে—সম্প্রতি এক দীর্ঘমেয়াদী গবেষণা এ তথ্য তুলে ধরেছে। বিশেষত ইস্ট্রোজেন ও প্রোজেস্টিন মিশ্রিত গর্ভনিরোধক পিল নেওয়ার ক্ষেত্রে এই ঝুঁকি উল্লেখযোগ্য।

ডেনমার্কের ২৫ বছরব্যাপী এই গবেষণায় ১৫ থেকে ৪৯ বছর বয়সী ২০ লক্ষাধিক নারীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ইস্ট্রোজেন-প্রোজেস্টিন পিল গ্রহণকারীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি ২.৪ গুণ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি ৩.৮ গুণ বেড়ে যায়।

শুধু পিল নয়, যোনি রিং, ত্বকের প্যাচ, ইমপ্লান্ট ও ইন্ট্রামাসকুলার ইনজেকশন গ্রহণকারীদের মধ্যেও ঝুঁকি বেড়ে যেতে পারে। তবে লেভোনরজেস্ট্রেল-রিলিজিং ইন্ট্রাইউটেরিন ডিভাইস (IUD) ব্যবহারে অতিরিক্ত ঝুঁকি পাওয়া যায়নি।

গবেষকরা সতর্ক করেছেন, গর্ভনিরোধক পিল নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে যাদের হৃদরোগ, রক্ত জমাট বাঁধা, ক্যান্সার, লিভার বা কিডনির সমস্যা রয়েছে, তারা সাবধানতা অবলম্বন করবেন।

অবাঞ্ছিত গর্ভধারণ ঠেকাতে সহজ ও জনপ্রিয় হলেও হরমোনাল পিল ব্যবহারে এই ঝুঁকিগুলো মাথায় রাখা জরুরি। তাই নারীদের উচিত যথাযথ চিকিৎসা পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া।

রাকিব

×