ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্রেক্সিট-পরবর্তী সময়ে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে শীর্ষে আয়ারল্যান্ড

প্রকাশিত: ১০:২৭, ২১ মে ২০২৫

ব্রেক্সিট-পরবর্তী সময়ে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে শীর্ষে আয়ারল্যান্ড

ছ‌বি: সংগৃহীত

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো ঐতিহ্যবাহী গন্তব্যগুলোর ছায়ায় ঢাকা থাকলেও, আয়ারল্যান্ড দ্রুতই আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। উচ্চমানের শিক্ষা, বৈশ্বিক ক্যারিয়ার গঠনের সুযোগ এবং বৈচিত্র্যময় ও বন্ধুবান্ধব পরিবেশের কারণে দেশটি আজ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক কৌশলগত পছন্দ।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর আয়ারল্যান্ড এখন একমাত্র ইংরেজিভাষী সদস্য রাষ্ট্র। এই সুবিধা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিগত পাঁচ বছরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ১২০ শতাংশ বেড়ে ২০১৮ সালের ৩,০০০ থেকে বর্তমানে ৭,০০০ ছাড়িয়ে গেছে।

ট্রিনিটি কলেজ ডাবলিন ও ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের মতো প্রতিষ্ঠানগুলো বিশ্বের সেরা ৩ শতাংশের মধ্যে অবস্থান করছে। এসব প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা, জীববিজ্ঞান, ব্যবসা ইত্যাদি বিষয়ের ওপর ভবিষ্যতকেন্দ্রিক শিক্ষা দেওয়া হচ্ছে। একইসাথে, নিরাপদ ও সহনশীল শিক্ষার্থীবান্ধব পরিবেশ আয়ারল্যান্ডকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

পড়াশোনা শেষে কাজ করার সুযোগও এখানকার বড় এক সুবিধা। 'থার্ড লেভেল গ্র্যাজুয়েট স্কিম' অনুযায়ী, স্নাতক ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা এক বছর, আর স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে দুই বছর পর্যন্ত কাজের সুযোগ পান। এছাড়া, শিক্ষার্থীরা পড়াশোনার সময় সপ্তাহে ২০ ঘণ্টা এবং ছুটিতে ৪০ ঘণ্টা পর্যন্ত কাজ করার অনুমতি পান, যা তাদের আর্থিক সাপোর্ট এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।

আয়ারল্যান্ডের কর্পোরেট পরিবেশও দারুণ প্রতিশ্রুতিশীল। গুগল, অ্যাপল, ইনটেলসহ অনেক আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি আয়ারল্যান্ডকে তাদের ইউরোপীয় সদর দপ্তর হিসেবে বেছে নিয়েছে। ফলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইটিকস, লাইফ সায়েন্সের মতো খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পাওয়া সহজ হয়েছে। এছাড়া, GOI-IES ও ওয়ালশ ফেলোশিপের মতো বৃত্তিগুলো শিক্ষার সুযোগকে আরও প্রসারিত করেছে।

স্বল্প খরচে উচ্চমানের শিক্ষা, ব্রেক্সিট-পরবর্তী সুবিধা ও ভবিষ্যতদর্শী শিক্ষানীতি—এই তিনের সমন্বয়ে আয়ারল্যান্ড এখন আর বিকল্প নয়, বরং আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।

 

: https://timesofindia.indiatimes.com/education/study-abroad/ireland-solidifies-spot-as-leading-hub-for-international-students-after-brexit/articleshow/121294339.cms

এএইচএ

×